BGT 2024-25

এক ওভারে দু’বার অন্ধকার অ্যাডিলেড! কার ভুলে দিন-রাতের টেস্টে লজ্জায় পড়তে হল অস্ট্রেলিয়াকে

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের প্রথম দিন একই ওভারে দু’বার নিভে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট। যা লজ্জায় ফেলেছে অ্যাডিলেডের আয়োজকদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯
Share:

অন্ধকার অ্যাডিলেড। ছবি: এক্স (টুইটার)।

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের প্রথম দিন দু’দফায় স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যায়। একই ওভারের মধ্যে দু’বার আলো নিভে যাওয়ার জন্য খেলার সময় ৩ মিনিট বাড়াতে হয় শুক্রবার। ভুল বোঝাবুঝিতে ফ্লাডলাইট নিভিয়ে দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মীরা।

Advertisement

একই ওভারে কেন দু’বার ফ্লাডলাইট নিভে যায়, তা জানা গিয়েছে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কয়েক জন ব্যাটার অনুশীলন করতে যান। ফ্লাডলাইটের আলোর মধ্যে গোলাপি বলের সঙ্গে চোখ সইয়ে নেওয়া জন্য তাঁরা থ্রোডাউন নিতে গিয়েছিলেন। তাই অস্ট্রেলিয়া শিবির নেটের আলো জ্বালানোর অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মীদের।

অ্যাডিলেডের স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের উপরে রয়েছে আলোর কন্ট্রোল রুম। পুরো ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট কর্মীরা নেটের আলো জ্বালাতে গিয়ে কম্পিউটারকে ভুল নির্দেশ দিয়ে ফেলেন। তাতে মাঠের ফ্লাডলাইন নিভে যায়। সংশ্লিষ্ট কর্মী পর পর দু’বার একই ভুল করেন। সে জন্যই একই ওভারে দু’বার অন্ধকার হয়ে যায় মাঠ। প্রথম বার ২৮ সেকেন্ড এবং দ্বিতীয় বার ১ মিনিট ২৬ সেকেন্ড বন্ধ থাকে মাঠের ফ্লাডলাইট। সে সময় মজা করে দর্শকেরা মোবাইলের আলো জ্বালান।

Advertisement

অ্যাডিলেডের এই ঘটনার সঙ্গে তুলনা হচ্ছে পাকিস্তানের লাহোরের একটি ঘটনা। একটি ম্যাচে গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো একাধিক বার নিভে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement