রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট। বেন স্টোকসদের বিরুদ্ধে সিরিজ়ের শেষ তিনটি টেস্ট কি খেলতে পারবেন? ভারতীয় ক্রিকেট বোর্ড দল ঘোষণার আগে কেমন আছেন নিজেই জানালেন জাডেজা।
জাডেজা ছাড়াও লোকেশ রাহুল চোট পেয়েছিলেন প্রথম টেস্টে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। রাহুল সম্ভবত দলে ফিরবেন। জডেজা কি খেলতে পারবেন? বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে বাঁহাতি অলরাউন্ডার নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন দল ঘোষণার আগে। সমাজমাধ্যমে নিজের একটি হাসি মুখের ছবি দিয়েছেন জাডেজা। তাতে দেখা যাচ্ছে, তাঁর বাঁপায়ের উরুর চিকিৎসা চলছে। ছবির তলায় জাডেজা লিখেছেন, “এনসিতে ধীরে ধীরে ভাল অনুভব করছি।” এখনও হয়তো সম্পূর্ণ চোট মুক্ত নন তিনি। স্বভাবতই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে সংশয় থাকছেই।
জাডেজাকে ছাড়াই শেষ তিন টেস্টের দল বেছে নিতে হবে জাতীয় নির্বাচকদের। বিশাখাপত্তনমে গিয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের সঙ্গে শেষ তিন ম্যাচের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। জাডেজার পরিবর্ত হিসাবে ওয়াশিংটন সুন্দরই থাকতে পারেন দলে। দ্বিতীয় টেস্টের দলে থাকলেও তিনি প্রথম একাদশে ছিলেন না।