New Zealand tour of India 2024

৭ বলে ৩ উইকেট পড়ল ভারতের! ‘অপ্রত্যাশিত’ বলছেন জাডেজা, শনিবার প্রথম লক্ষ্য ২৩৫ টপকানো

নিউ জ়িল্যান্ডকে ২৩৫ রান অল আউট করেও মুম্বই টেস্টের প্রথম দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষ ১৫ মিনিট ভুলতে চাইবেন রোহিত, কোহলিরা। জাডেজা অবশ্য সতীর্থদের আড়ালের চেষ্টা করলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২০:১৩
Share:

বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। ছবি: এএফপি।

মুম্বই টেস্টের প্রথম দিনের শেষ ১৫ মিনিট ভুলে যেতে চাইবে ভারতীয় দল। নিউ জ়িল্যান্ডের বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারেরা যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, তা আরব সাগরের সন্ধের আলোয় পরিষ্কার। দিনের খেলার শেষে রবীন্দ্র জাডেজাও মেনে নিলেন অপ্রত্যাশিত ধস নেমেছে ভারতীয় ইনিংসে।

Advertisement

যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি যে ভাবে আউট হয়েছেন, তা টেস্ট ক্রিকেটে এক নম্বর দলের জন্য বেমানান। খেলার শেষে সাংবাদিক বৈঠকে স্বাভাবিক ভাবেই ওঠে সেই প্রসঙ্গ। কোনও রাখঢাক না করেই জাডেজা বলেছেন, ‘‘এটা অপ্রত্যাশিত। তবে খেলায় অনেক সময় ভুল বোঝাবুঝি বা শট নির্বাচনে ভুল হয়। কাল আমরা ব্যাট করার সুযোগ পাব। কয়েকটা ছোট জুটি দরকার আমাদের। নিউ জ়িল্যান্ডের ২৩৫ রান টপকে যাওয়া প্রথম লক্ষ্য থাকবে আমাদের।’’ জাডেজার ছোট উত্তর থেকেই পরিষ্কার দিনের শেষ দিকে ৭ বলে ৩ উইকেট হারানো উদ্বেগ তৈরি করেছে ভারতীয় শিবিরে। যদিও অভিজ্ঞ অলরাউন্ডার কোহলিদের আড়াল করারও চেষ্টা করেছেন।

বাঁহাতি অলরাউন্ডার অবশ্য নিজের পারফরম্যান্সে খুশি। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১৪ বার ইনিংসে ৫ উইকেট নিলেন জাডেজা। এ নিয়ে বলেছেন, ‘‘ভারতের খেলতে নেমে ৫ উইকেট পাওয়া সব সময়ই আলাদা। দলের প্রয়োজনের সময় উইকেট নিতে পারলে ভাল লাগে। এখানকার গরমে সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স খুব খারাপ নয়। ওয়াশিংটন সুন্দরও বেশ ভাল বল করেছে।’’

Advertisement

মুম্বই টেস্টের ৫ উইকেটের সাহায্যে জাডেজা এ দিন টপকে গিয়েছেন জাহির খান এবং ইশান্ত শর্মাকে। ৩১৪টি উইকেট নিয়ে টেস্ট উইকেটের সংখ্যায় ভারতীয়দের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছেন জাডেজা। তিনি বলেছেন, ‘‘বল হাতে সকলে নিজেদের দায়িত্ব পালন করেছে। ব্যাট হাতেও এ বার আমাদের সকলকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত মাইলফলক নিয়ে ম্যাচ বা সিরিজ় চলার সময় মাথা ঘামাই না। আমার কতগুলি উইকেট আছে তা-ও ঠিক মতো জানি না। যখন বাড়িতে থাকি, খেলা থাকে না সে রকম সময় কখনও কখনও পরিসংখ্যান দেখি। ভাল লাগছে, এখনও উন্নতি করতে পারছি। দলের জন্য উইকেট নিতে পারছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement