Bazball

ভারতে ‘বাজ়বল’ খেলা সম্ভব নয়, জানিয়ে দিলেন অশ্বিন, ‘পা সামান্য হড়কালেই ওরা দল থেকে ছেঁটে ফেলবে’

সারা বিশ্বে ইংল্যান্ডের বাজ়বল নিয়ে আলোচনা চলছে। তবে ভারতের পক্ষে এই ক্রিকেট খেলা সম্ভব নয় বলেই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। কেন খেলা সম্ভব নয়, সেটাও জানিয়েছেন ভারতের অফস্পিনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ১৮:৫৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট এখন বাজ়বল নামে পরিচিত। সারা বিশ্বে তাদের সেই ধরনের ক্রিকেট নিয়ে আলোচনা চলছে। তবে ভারতের পক্ষে এই ক্রিকেট খেলা সম্ভব নয় বলেই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। কেন খেলা সম্ভব নয়, সেটাও জানিয়েছেন ভারতের অফস্পিনার। জানাতে গিয়ে ভারতীয় বোর্ড এবং ভারতীয় নির্বাচকদের খোঁচা দিয়েছেন।

Advertisement

সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে জায়গা না পেলেও লাল বলের ক্রিকেটে এখনও দলের অন্যতম সদস্য অশ্বিন। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে খেলানো হয়নি। সেই নিয়ে বিতর্কও তৈরি হয়। সেই অশ্বিন ভারতের বাজ়বল (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ডাকনাম বাজ়। তাঁর সময়ে ইংল্যান্ড যে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে সেটার এই নাম দেওয়া হয়েছে।) খেলা বা না খেলা নিয়ে মুখ খুললেন।

অশ্বিন বলেন, “আমরা টেস্ট ক্রিকেটটা ভাল খেলছি। কিন্তু আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাব। সেই সময়টা সহজ হবে না। অনেক রকম সমস্যা হবে। কিন্তু ভেবে নিন ভারত বাজ়বল খেলতে শুরু করল। হ্যারি ব্রুকের মতো ভারতীয় ব্যাটারেরা যে কোনও সময় ব্যাট করতে নেমে আক্রমণ করছে। ব্যাট চালাচ্ছে। সেটা করতে গিয়ে আউট হয়ে গেল তারা। দুটো টেস্ট ম্যাচ হেরে গেল। তখন কী হবে? তখন আমাদের ক্রিকেটারদের পাশে দাঁড়ানো হবে? তাদের বলা হবে এই ভাবেই খেলে যাও? না। দলের অন্তত চার জন ক্রিকেটার বাদ পড়বে। এটাই ভারতীয় ক্রিকেটের সংস্কৃতি। অন্যেরা এক ধরনে ক্রিকেট খেলে সাফল্য পাচ্ছে বলে আমরা কখনও তাদের খেলার ধরন অনুকরণ করতে পারি না।”

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে প্রথম দু’টি ম্যাচে হেরে যায় ইংল্যান্ড। পরের তিনটি ম্যাচে ইংল্যান্ড আবার ফিরে আসে। সিরিজ় ড্র করে। নিউ জ়িল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধেও এর আগে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সাফল্য পেয়েছেন বেন স্টোকসেরা। আগামী দিনে ভারতে এসেও সাফল্য পাবেন বলে আশাবাদী তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement