IPL 2024

আইপিএল শুরুর এক দিন আগে একটি দলের সিদ্ধান্তে অবাক অশ্বিন, খুঁজে বার করলেন ‘অনেক সমস্যা’

গত বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের নেতৃত্বে। আইপিএলে নিলামে তাঁকে কিনেই অধিনায়ক করে দিয়েছে হায়দরাবাদ। প্রতিপক্ষ দলের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ১৩:৪০
Share:

রবিচন্দ্রন অশ্বিন। — ফাইল চিত্র।

গত বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের নেতৃত্বে। আইপিএলে নিলামে তাঁকে কিনেই অধিনায়ক করে দিয়েছে হায়দরাবাদ। প্রতিপক্ষ দলের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থানের ক্রিকেটারের মতে, অধিনায়ক হিসাবে এডেন মার্করামকেই রেখে দেওয়া উচিত ছিল। একই সঙ্গে হায়দরাবাদ দলে একাধিক সমস্যা খুঁজে বার করেছেন তিনি।

Advertisement

সানরাইজার্সের যে দলটি দক্ষিণ আফ্রিকা লিগে খেলে, সেই দলকে নেতৃত্ব দিয়ে দু’বার ট্রফি জিতিয়েছেন মার্করাম। এই কৃতিত্বের জন্যই তাঁর আইপিএলে অধিনায়ক থাকা উচিত ছিল বলে মনে করেন অশ্বিন। বলেছেন, “পর পর দু’বার দক্ষিণ আফ্রিকায় ট্রফি জিতেছে সানরাইজার্স। দু’বারই অসাধারণ দল ছিল ওদের। তাই প্যাট কামিন্সকে অধিনায়ক করার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। কেন জানি না মনে হচ্ছিল ওরা মার্করামকে রেখে দেবে। সেটা হল না।”

এ ছাড়া অশ্বিনের মতে, হায়দরাবাদের দলে এত প্রতিভাবান বিদেশি রয়েছেন যে প্রতিটি ম্যাচেই প্রথম একাদশ বাছতে গেলে মাথা চুলকোতে হবে তাদের। সেই দলে ট্রেভিস হেড, ওয়ানিন্দু হাসরঙ্গ, ফজলহক ফারুকি, হেনরিখ ক্লাসেন, মার্করাম, কামিন্সের মতো একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। অশ্বিন বলেছেন, “এতগুলো তারকা থাকলে প্রথম একাদশ গড়া কঠিন। ট্রেভিস হেডকে বিকল্প হিসাবে যদি রাখি, তা হলে মার্করাম, কামিন্স, ক্লাসেন এবং হাসরঙ্গ প্রথম একাদশে খেলতে পারে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement