ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, অশ্বিন সর্বকালের অন্যতম সেরা। তিনিও এটাও মানছেন, ম্যাচের মূল আকর্ষণ ছিলেন জাডেজাই। রোহিতের প্রতিক্রিয়া, ‘‘সর্বকালের অন্যতম সেরা অশ্বিন। আরও উন্নতি করে চলেছে। জাড্ডুই এই ম্যাচের নায়ক। সন্দেহ নেই।’’
কারিগর: জাডেজা-অশ্বিন দু’ইনিংসে নিলেন ১৫ উইকেট। ছবি পিটিআই।
আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দাপটে এক ইনিংস ও ২২২ রানে প্রথম টেস্ট জিতল ভারত। যে ম্যাচ বর্ণময় হয়ে থাকল একাধিক কীর্তিতে। টেস্ট ক্রিকেটে কিংবদন্তি কপিল দেবকে (৪৩৪) টপকে গেলেন আর অশ্বিন (৪৩৬)। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন তিনি। শততম টেস্টে ৮০০০ টেস্ট রানের গণ্ডি পেরোলেন বিরাট কোহলি। সেই সঙ্গেই প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচের একটি ইনিংসে দেড়শো রান ও দশ উইকেটের রেকর্ড অল্পের জন্য হাতছাড়া হল রবীন্দ্র জাডেজার। তবুও ম্যাচের নায়ক সেই জাড্ডুই।
১৭৫ রানে অপরাজিত থাকার পাশাপাশি ৯ উইকেট নিয়ে ম্যাচ শেষ করলেন রবীন্দ্র জাডেজা। তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে গেলেন তাঁরই স্পিন জুড়িদার অশ্বিন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের কীর্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও জাডেজার প্রাপ্তিতে খুশি। তবে নিজের ইনস্টাগ্রামে কপিল দেবকে টপকে যাওয়ার অনুভূতি প্রকাশ করলেন অশ্বিন। তিনি লিখেছেন, ‘‘২৮ বছর আগে কপিল দেবের প্রাপ্তির দিনে তাঁর জন্য গলা ফাটিয়েছিলাম।’’ যোগ করেন, ‘‘আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, অফস্পিনার হিসেবে দেশের হয়ে খেলব। এমনকি কিংবদন্তির উইকেট প্রাপ্তিকে ছাপিয়ে যাব, তা কল্পনাও করতে পারিনি। ক্রিকেট আমাকে সব দিয়েছে। এই খেলাটার প্রতি বরাবর কৃতজ্ঞ থেকে যাব।’’
জাডেজা সম্পর্কে অশ্বিনের প্রতিক্রিয়া, ‘‘শেষ চার-পাঁচ বছরে প্রচুর উন্নতি করেছে জাডেজা। যে ভাবে ব্যাট করছে, তাতে ওকে আগেও নামানো যায়।’’ জাডেজা-অশ্বিন শুধু যে নিজেদের জন্য ভাবেন, তা কিন্তু নয়। তৃতীয় স্পিনার জয়ন্ত যাদব বেশি ওভার বল করতে পারছেন না দেখে জাডেজা নিজেই নাকি তাঁর ওভার কমিয়ে দিতে বলেন। অশ্বিনের কথায়, ‘‘জাড্ডুই প্রথম নিজের ওভার কম করার সিদ্ধান্ত নেয়। জয়ন্ত বেশি ওভার বল করতে পারছিল না। ওকেও তো বল করার জায়গা দিতে হবে।’’ অশ্বিনের নতুন কীর্তিতে মুগ্ধ কিংবদন্তি সচিন তেন্ডুলকর। টুইট করে অভিনন্দনও জানিয়েছেন। সচিন লিখেছেন, ‘‘কপিল পাজিকে টপকে যাওয়া অনেক বড় প্রাপ্তি। তুমি যে ভাবে এগোচ্ছিলে, তাতে বেশি সময় লাগার কথাও ছিল না।’’ জাডেজার কীর্তির প্রশংসাও করেছেন সচিন। তাঁর টুইট, ‘‘জাডেজার ছোঁয়াতে সব কিছুই সোনা হয়ে যাচ্ছে। এ ভাবেই চালিয়ে যাও।’’ দু’জনই সচিনকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যাচ শেষে জাডেজা বলেছেন, ‘‘মোহালি বরাবরই আমার প্রিয় মাঠ। তবে এসজি বলে দিন-রাতের টেস্ট কখনও খেলিনি। তার জন্য মুখিয়ে রয়েছি।’’
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, অশ্বিন সর্বকালের অন্যতম সেরা। তিনিও এটাও মানছেন, ম্যাচের মূল আকর্ষণ ছিলেন জাডেজাই। রোহিতের প্রতিক্রিয়া, ‘‘সর্বকালের অন্যতম সেরা অশ্বিন। আরও উন্নতি করে চলেছে। জাড্ডুই এই ম্যাচের নায়ক। সন্দেহ নেই।’’