india cricket

India Cricket: ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন চান শাস্ত্রী, কী বদলের কথা বললেন কোহলীদের প্রাক্তন কোচ

দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকরা প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু কোচ বা অধিনায়কের ভোটাধিকার নেই। সেই নিয়মে বদল চান শাস্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৩:১৪
Share:

ভারতীয় ক্রিকেটে কী বদল চান শাস্ত্রী ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেটে এ বার আমূল পরিবর্তনের ডাক দিলেন বিরাট কোহলীদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর দাবি, দল নির্বাচনের ক্ষেত্রে কোচ ও অধিনায়কের ভোটাধিকার থাকা উচিত। এখন কোচ ও অধিনায়কের কথা শুনে নেন নির্বাচকরা। এই নিয়মে বদল চান শাস্ত্রী।

Advertisement

সম্প্রতি তিনি বলেন, ‘‘আমার মনে হয় দল নির্বাচনের আগে কোচের ভূমিকা অনেকটাই বেশি। তার মধ্যে যদি সেই কোচ আমার বা রাহুল দ্রাবিড়ের মতো অভিজ্ঞ হয় তা হলে দলের ভালর জন্যই সে সিদ্ধান্ত নেবে। তা ছাড়া দলের অধিনায়কের মতামতও খুব গুরুত্ব দিয়ে শোনা উচিত নির্বাচকদের।’’

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাঁচ সদস্যের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। বাকি সদস্যরা হলেন আবে কুরুভিল্লা, দেবাশিস মোহান্তি, হরবিন্দর সিংহ ও সুনীল জোশী। দল নির্বাচনের ক্ষেত্রে তাঁরা প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু কোচ বা অধিনায়কের ভোটাধিকার নেই। সেই নিয়মে বদল চান শাস্ত্রী।

Advertisement

এই প্রসঙ্গে ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের প্রসঙ্গ তুলে এনেছেন শাস্ত্রী। তিনি জানান, শিখর ধবন চোট পেয়ে দেশে ফিরে আসার পরে তিনি চেয়েছিলেন শ্রেয়স আয়ার বা অম্বাতি রায়ডুর মতো কাউকে পরিবর্ত হিসেবে পাঠানো হোক। কিন্তু ঋষভ পন্থকে পাঠানো হয়। দলে মহেন্দ্র সিংহ ধোনি ও দীনেশ কার্তিকের মতো দু’জন উইকেটরক্ষক থাকার পরেও এক জন উইকেটরক্ষক পাঠানোয় খুশি হননি শাস্ত্রী। তবে কিছু বলতে পারেননি তিনি। সেটা যাতে বার বার না হয় তাই এই বদলের কথা বললেন কোহলীদের প্রাক্তন কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement