Ranji Trophy

Ranji Trophy: করোনার কারণে ফের বাতিল হতে পারে রঞ্জি ট্রফি

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এ বারের রঞ্জি ট্রফি। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১২:৪৮
Share:

বাতিল হতে পারে রঞ্জি ট্রফি। —ফাইল চিত্র

আরও এক বার বাতিল হতে পারে রঞ্জি ট্রফি। গত বছর করোনার জন্য বাতিল হয়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এ বারেও করোনার জন্য বাতিল হয়ে যেতে পারে রঞ্জি।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এ বারের রঞ্জি ট্রফি। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। বাংলা দলের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন সেই সময়। ২ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। এমন অবস্থায় রঞ্জি ট্রফি আয়োজন করার মতো সময় ভারতীয় বোর্ডের কাছে প্রায় নেই। বিসিসিআই যদিও এখনও সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত জানায়নি।

Advertisement

এক সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেন, “২০ মার্চ থেকে আইপিএল-এর জন্য জৈবদুর্গ তৈরি করা হবে। করোনা কবে কমবে তা বোঝা যাচ্ছে না। তাই রঞ্জি আয়োজন করা বেশ কঠিন।”

২০২০ সালের মার্চ মাসে সৌরাষ্ট্র বনাম বাংলার ফাইনাল ম্যাচই রঞ্জির শেষ ম্যাচ হয়ে রয়েছে। ফের কবে লাল বলের ঘরোয়া ক্রিকেট ফিরবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement