Mukesh Kumar

Mukesh Kumar: হায়দরাবাদের বিরুদ্ধে জিততে গেলে কী করতে হবে, জানালেন বাংলার পেসার মুকেশ

হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাংলার মুকেশ কুমার। হায়দরাবাদের প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫
Share:

কী বললেন মুকেশ

হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাংলার মুকেশ কুমার। হায়দরাবাদের প্রথম ইনিংসে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। কিন্তু বাংলার বড় লিড নিতে না পারায় কিছুটা অখুশি তিনি। এটাও জানিয়ে গেলেন, উইকেট ক্রমশ সহজ হয়ে উঠছে, ফলে ম্যাচ তাঁদের কাছে আরও কঠিন হতে চলেছে।

Advertisement

শুক্রবার এক সময় ৭০ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। সেখান থেকে ১০৯ রানের জুটি গড়েন রবি (অপরাজিত ৮১ রানে) এবং তনয় (৫২)। তাঁদের সেই জুটি ভাঙেন বাংলা দলের বহু দিনের সৈন্য মনোজ তিওয়ারি। এ প্রসঙ্গে মুকেশ বললেন, “অত কম রানে হায়দরাবাদের সাত উইকেট পাওয়ার পর ভেবেছিলাম দ্রুত ওদের ইনিংস শেষ করে দিয়ে বিশ্রাম নেব। কিন্তু যত খেলা এগোতে লাগল তত উইকেট সহজ হয়ে উঠল। পিচ পাটা হয়ে যাওয়ায় উইকেট পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদের।”

মুকেশ আরও বলেন, “আগের ম্যাচের থেকে এই উইকেট আলাদা। যদিও উইকেট যে পরের দিকে সহজ হয়ে যাবে এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। তাই আমাদের লক্ষ্য ছিল দিনের শুরুতে যত বেশি সম্ভব উইকেট তুলে নেওয়া।”

Advertisement

কী করে বাংলা এই ম্যাচ জিততে পারে সেটাও বলেছেন মুকেশ। তাঁর কথায়, “আমাদের বড় রান তুলে ওদের সামনে কঠিন লক্ষ্য রাখতে হবে। আগামী দু’দিনে উইকেট কিন্তু বোলারদের জন্য আরও কঠিন হয়ে উঠবে। আমরা এই ম্যাচে জেতার জন্য নিজেদের সেরাটা দেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement