bengal cricket

Ranji Trophy 2022: অষ্টম উইকেটে ১০৯ রানের জুটি, বাংলার বিরুদ্ধে প্রতিরোধ গড়লেন রবি, তনয়রা

মনোজ নেন চার উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ঈশান পোড়েল, আকাশ দীপ, সায়ন শেখর মণ্ডল, মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ। বৃহস্পতিবার অভিষেক জানিয়েছিলেন, মধ্যাহ্নভোজের পর ব্যাটারদের জন্য সুবিধা পাওয়া যাচ্ছিল পিচ থেকে। শুক্রবারও তেমনটাই হয়েছে। মধ্যাহ্নভোজের আগে বাংলার বোলারদের দাপট ছিল। কিন্তু দ্বিতীয় সেশনে রবিরা রান পেতে শুরু করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৬
Share:

দিনের শেষে বাংলা এগিয়ে ৫৩ রানে। —ফাইল চিত্র

প্রথম দিন ছিল অভিষেক পোড়েলের দাপট। দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করেছিলেন বাংলার বোলাররা। মুকেশ কুমার একাই নিয়েছিলেন চার উইকেট। কিন্তু অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন হায়দরাবাদের ব্যাটাররা। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার আশায় জল ঢেলে দিলেন রবি তেজা এবং তনয় ত্যাগরাজন। দিনের শেষে বাংলা এগিয়ে ৫৩ রানে।

দিনের শুরু থেকেই দাপট ছিল মুকেশ কুমারের। বৃহস্পতিবার শেষ বেলায় দুই উইকেট নিয়েছিলেন তিনি। শুক্রবার শুরুতেও উইকেট পেলেন তিনি। ৭০ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায় হায়দরাবাদের। সেখান থেকে ১০৯ রানের জুটি গড়েন রবি (অপরাজিত ৮১ রানে) এবং তনয় (৫২)। তাঁদের সেই জুটি ভাঙেন বাংলা দলের বহু দিনের সৈন্য মনোজ তিওয়ারি। তনয়কে ফিরিয়ে দেন তিনি। হায়দরাবাদের ইনিংস শেষ হয় ২০৫ রানে।

Advertisement

মনোজ নেন চার উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ঈশান পোড়েল, আকাশ দীপ, সায়ন শেখর মণ্ডল, মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ। বৃহস্পতিবার অভিষেক জানিয়েছিলেন, মধ্যাহ্নভোজের পর ব্যাটারদের জন্য সুবিধা পাওয়া যাচ্ছিল পিচ থেকে। শুক্রবারও তেমনটাই হয়েছে। মধ্যাহ্নভোজের আগে বাংলার বোলারদের দাপট ছিল। কিন্তু দ্বিতীয় সেশনে রবিরা রান পেতে শুরু করেন।

দিনের শেষে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামির উইকেট হারিয়ে ১৬ রান বাংলার। ক্রিজে রয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (১০ রানে অপরাজিত) এবং ঋত্বিক রায় চৌধুরী (৩ রানে অপরাজিত)। তৃতীয় দিনে বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামবেন অভিমন্যুরা। তবে দিনের শুরুতে হায়দরাবাদের বোলারদের আক্রমণ সামলাতে হবে তাঁদেরও। কটকের সবুজ পিচ দিনের শুরুতে ব্যাটারদের জন্য খুব স্বচ্ছন্দের নয় বলেই দেখা যাচ্ছে।

Advertisement

বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটারদের সাজঘরে ফেরাতে সমস্যায় পড়েছিল বাংলা। প্রথম ইনিংসে নবম উইকেটে ৫৫ রান তুলেছিল বরোদা। দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে তারা তুলেছিল ৬৪ রান এবং অষ্টম উইকেটে তুলেছিল ৪৩ রান। হায়দরাবাদের বিরুদ্ধেও দেখা গেল লোয়ার অর্ডার ব্যাটারদের ফেরাতে সমস্যা পড়ল বাংলা। ১০৯ রানের জুটি গড়ল তারা। দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠতে চাইবে বাংলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement