Ranji Trophy

তৃতীয় দিনের শেষে ৬১ রানে পিছিয়ে বাংলা

রঞ্জি ট্রফির তৃতীয় দিনে খেলতে নেমেছে মনোজ তিওয়ারির বাংলা। প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের লিড ২৩০ রানের। তাদের ইনিংস শেষ ৪০৪ রানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০১
Share:

অর্ধশতরান মনোজের। ফাইল ছবি

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৬ key status

দিনের খেলা শেষ

মনোজ ৫৭ রানে এবং শাহবাজ ১৩ রানে ক্রিজে। বাংলার স্কোর ১৬৯-৪।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৩ key status

মনোজের অর্ধশতরান

হয়তো এটাই রঞ্জিতে তাঁর শেষ ইনিংস। সেই ইনিংসে অর্ধশতরান করলেন মনোজ।

Advertisement
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫০ key status

আউট অনুষ্টুপ

ক্রিজে জমে গিয়েও ফিরলেন অনুষ্টুপ। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন বিশ্বরাজ জাডেজার হাতে।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪১ key status

অর্ধশতরান অনুষ্টুপের, ভাল খেলছেন মনোজও

চাপের মুখে লড়ছেন অনুষ্টুপ। অর্ধশতরান করলেন তিনি। অন্য দিকে, বাংলার অধিনায়কও হাল ছাড়ার পাত্র নন। তিনি খেলছেন ৪১ রানে।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৩ key status

১০০ পেরোল বাংলা

প্রাথমিক চাপ সামলে পাল্টা লড়াই দিচ্ছেন মনোজ এবং অনুষ্টুপ। সৌরাষ্ট্রের বোলারদের শাসন করার চেষ্টা করছেন। চা-বিরতির পর ভাল ছন্দে দেখা যাচ্ছে বাংলার ব্যাটারদের। অনুষ্টুপ ৪৮ রানে এবং মনোজ ২৫ রানে ব্যাট করছেন।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৮ key status

লড়ছে বাংলা

চা-বিরতিতে স্কোর ৭৪-৩। ক্রিজ কামড়ে লড়াই মনোজ (১২) এবং অনুষ্টুপের (২৮)।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৩ key status

সুদীপ আউট

৩৯ বলে ১৪ রান করে উনাদকাটের বলে স্লিপে প্রেরকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সুদীপ ঘরামি।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৯ key status

আউট অভিমন্যু

দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ। বাংলার অন্যতম বড় ভরসা ফিরলেন ১৬ রানে। আরও চাপে পড়ল বাংলা।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৫ key status

মধ্যাহ্নভোজের বিরতি

সুদীপ ঘরামি (৪) এবং অভিমন্যু ঈশ্বরণ (৪) ক্রিজে রয়েছেন।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৬ key status

আউট সুমন্ত

চেতন সাকারিয়ার বলে স্লিপে খোঁচা দিলেন সুমন্ত গুপ্ত। ১ রানে ফিরলেন। সঙ্গে চাপে ফেললেন বাংলাকে।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২২ key status

রান আউট থেকে বাঁচল বাংলা

সুমন্ত এবং অভিমন্যুর ভুল বোঝাবুঝি। অল্পের জন্য রান আউট হওয়া থেকে বাঁচলেন অভিমন্যু।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৯ key status

দাপট পেসারদের

বাংলার হয়ে সবক’টি উইকেটই নিয়েছেন জোরে বোলাররা। চারটি উইকেট মুকেশ কুমারের। তিনটি করে উইকেট আকাশ দীপ এবং ঈশান পোড়েলের।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৬ key status

সৌরাষ্ট্র শেষ ৪০৪ রানে

২৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামবে বাংলা।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৯ key status

সৌরাষ্ট্র ৪০০ পেরোল

এখনও তাদের শেষ উইকেট পড়েনি।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬ key status

ক্যাচ ফেললেন অভিমন্যু

সৌরাষ্ট্রকে অলআউট করার সুযোগ হারাল বাংলা। দ্বিতীয় স্লিপে ক্যাচ ফেললেন অভিমন্যু। 

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৬ key status

আউট প্রেরক

আকাশ দীপের বলে উইকেটকিপার অভিষেকের হাতে ক্যাচ দিলেন প্রেরক। ৩৩ রানে আউট হলেন তিনি।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৯ key status

আউট উনাদকাট

আকাশ দীপের বলে অভিষেকের হাতে ক্যাচ দিলেন উনাদকাট। চার রানে আউট হলেন তিনি। অষ্টম উইকেট হারাল সৌরাষ্ট্র।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৯ key status

খারাপ ফিল্ডিং আকাশের

সহজ ফিল্ডিং মিস্ করছেন বাংলার ক্রিকেটার। সহজ বল গলে যাচ্ছে তাঁর হাতের তলা দিয়ে।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৭ key status

আবার ধাক্কা মুকেশের

চিরাগ জানিকে ফিরিয়ে দিলেন বাংলার পেসার। উইকেটকিপার অভিষেকের হাতে ক্যাচ দিলেন তিনি। ৬০ রানে আউট চিরাগ।

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩২ key status

এখনও দিশাহীন

সকালের পরিবেশের সুবিধা নিতে পারছে না বাংলা। প্রথম ওভারে উইকেট পেলেও এখনও তাদের বোলিংয়ে সেই ঝাঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement