অর্ধশতরান মনোজের। ফাইল ছবি
মনোজ ৫৭ রানে এবং শাহবাজ ১৩ রানে ক্রিজে। বাংলার স্কোর ১৬৯-৪।
হয়তো এটাই রঞ্জিতে তাঁর শেষ ইনিংস। সেই ইনিংসে অর্ধশতরান করলেন মনোজ।
ক্রিজে জমে গিয়েও ফিরলেন অনুষ্টুপ। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন বিশ্বরাজ জাডেজার হাতে।
চাপের মুখে লড়ছেন অনুষ্টুপ। অর্ধশতরান করলেন তিনি। অন্য দিকে, বাংলার অধিনায়কও হাল ছাড়ার পাত্র নন। তিনি খেলছেন ৪১ রানে।
প্রাথমিক চাপ সামলে পাল্টা লড়াই দিচ্ছেন মনোজ এবং অনুষ্টুপ। সৌরাষ্ট্রের বোলারদের শাসন করার চেষ্টা করছেন। চা-বিরতির পর ভাল ছন্দে দেখা যাচ্ছে বাংলার ব্যাটারদের। অনুষ্টুপ ৪৮ রানে এবং মনোজ ২৫ রানে ব্যাট করছেন।
চা-বিরতিতে স্কোর ৭৪-৩। ক্রিজ কামড়ে লড়াই মনোজ (১২) এবং অনুষ্টুপের (২৮)।
৩৯ বলে ১৪ রান করে উনাদকাটের বলে স্লিপে প্রেরকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সুদীপ ঘরামি।
দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ। বাংলার অন্যতম বড় ভরসা ফিরলেন ১৬ রানে। আরও চাপে পড়ল বাংলা।
সুদীপ ঘরামি (৪) এবং অভিমন্যু ঈশ্বরণ (৪) ক্রিজে রয়েছেন।
চেতন সাকারিয়ার বলে স্লিপে খোঁচা দিলেন সুমন্ত গুপ্ত। ১ রানে ফিরলেন। সঙ্গে চাপে ফেললেন বাংলাকে।
সুমন্ত এবং অভিমন্যুর ভুল বোঝাবুঝি। অল্পের জন্য রান আউট হওয়া থেকে বাঁচলেন অভিমন্যু।
বাংলার হয়ে সবক’টি উইকেটই নিয়েছেন জোরে বোলাররা। চারটি উইকেট মুকেশ কুমারের। তিনটি করে উইকেট আকাশ দীপ এবং ঈশান পোড়েলের।
২৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামবে বাংলা।
সৌরাষ্ট্রকে অলআউট করার সুযোগ হারাল বাংলা। দ্বিতীয় স্লিপে ক্যাচ ফেললেন অভিমন্যু।
আকাশ দীপের বলে উইকেটকিপার অভিষেকের হাতে ক্যাচ দিলেন প্রেরক। ৩৩ রানে আউট হলেন তিনি।
আকাশ দীপের বলে অভিষেকের হাতে ক্যাচ দিলেন উনাদকাট। চার রানে আউট হলেন তিনি। অষ্টম উইকেট হারাল সৌরাষ্ট্র।
সহজ ফিল্ডিং মিস্ করছেন বাংলার ক্রিকেটার। সহজ বল গলে যাচ্ছে তাঁর হাতের তলা দিয়ে।
চিরাগ জানিকে ফিরিয়ে দিলেন বাংলার পেসার। উইকেটকিপার অভিষেকের হাতে ক্যাচ দিলেন তিনি। ৬০ রানে আউট চিরাগ।