আইপিএলে খেলছেন ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ, আকাশ দীপরা। লিগ পর্বে আইপিএলের শেষ ম্যাচ ২২ মে। তার পর বাংলা দলে যোগ দেবেন তাঁরা। যদি তাঁদের দল প্লে-অফে ওঠে তা হলে আরও অপেক্ষা করতে হবে বাংলা দলকে। আইপিএলের ফাইনাল ২৯ মে। সেই ম্যাচে বাংলার কোনও ক্রিকেটার থাকলে তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন বেঙ্গালুরুতে।
—ফাইল চিত্র
ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে রণকৌশল তৈরি করা শুরু করে দিল বাংলা। অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারিরা বেঙ্গালুরুতে কর্ণাটক এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন। কর্নাটকের বিরুদ্ধে ২৮ থেকে ৩০ মে খেলবে তারা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলা ১ এবং ২ জুন। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু ৬ জুন থেকে।
বাংলা দল ২৬ মে বেঙ্গালুরু যাবে। তার আগে বেছে নিতে হবে ২০ জনের দল। সেই দল বাছা হতে পারে ১৪ অথবা ১৫ মে। আনন্দবাজার অনলাইনকে বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, “১৬ মে থেকে অনুশীলন শুরু হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠেই হবে অনুশীলন। ক্লাবের ম্যাচ চলবে। সেই ম্যাচ খেলবে ক্রিকেটাররা। সেই সঙ্গেই চলবে বাংলার অনুশীলন। ২০ জনের মধ্যে যে যে ক্রিকেটারের ক্লাবের খেলা থাকবে না তারা বাংলার অনুশীলনে যোগ দেবে।”
আইপিএলে খেলছেন ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ, আকাশ দীপরা। লিগ পর্বে আইপিএলের শেষ ম্যাচ ২২ মে। তার পর বাংলা দলে যোগ দেবেন তাঁরা। যদি তাঁদের দল প্লে-অফে ওঠে তা হলে আরও অপেক্ষা করতে হবে বাংলা দলকে। আইপিএলের ফাইনাল ২৯ মে। সেই ম্যাচে বাংলার কোনও ক্রিকেটার থাকলে তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন বেঙ্গালুরুতে।
বাংলা ছাড়াও রঞ্জির কোয়ার্টার ফাইনালে খেলবে ঝাড়খণ্ড, পঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, মুম্বই এবং উত্তরাখণ্ড। সব দলের খেলাই হবে ৬ জুন থেকে। সেমিফাইনাল শুরু হবে ১৪ জুন থেকে। একই দিনে দু’টি সেমিফাইনাল। রঞ্জির ফাইনাল শুরু ২২ জুন থেকে। খেলোয়াড় হিসেবে রঞ্জি ট্রফি জিতেছেন অরুণ লাল, এ বার তাঁর লক্ষ্য থাকবে কোচ হিসেবে সেই প্রতিযোগিতা জেতা।