IPL

T20 League: ধোনি, রোহিতের দল খেলতে পারে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে

দক্ষিণ আফ্রিকায় এর আগে দু’বার টি২০ লিগ তৈরি করা হয়েছিল। কিন্তু দু’বারই তা ব্যর্থ হয়। প্রথমে ২০১৭ সালে গ্লোবাল টি২০ লিগ তৈরি করা হয়েছিল। সেটা এক বছর হয়েই বন্ধ হয়ে যায়। এর পর জান্সি সুপার লিগ শুরু হয়। ২০১৮ এবং ২০১৯ সালে খেলা হয় সেই লিগ। এ বার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড চাইছে আইপিএলের মতো বিরাট আকারে একটি টি২০ লিগ তৈরি করতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২১:০০
Share:

—ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার দল এ বার খেলতে পারে দক্ষিণ আফ্রিকার লিগেও। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও দল গড়তে চাইছে আইপিএলের দলগুলি। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো দলগুলি দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে দল কিনতে আগ্রহী। আগামী বছর জানুয়ারি মাসে সেই প্রতিযোগিতা শুরু হতে পারে।

দক্ষিণ আফ্রিকায় এর আগে দু’বার টি২০ লিগ তৈরি করা হয়েছিল। কিন্তু দু’বারই তা ব্যর্থ হয়। প্রথমে ২০১৭ সালে গ্লোবাল টি২০ লিগ তৈরি করা হয়েছিল। সেটা এক বছর হয়েই বন্ধ হয়ে যায়। এর পর জান্সি সুপার লিগ শুরু হয়। ২০১৮ এবং ২০১৯ সালে খেলা হয় সেই লিগ। এ বার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড চাইছে আইপিএলের মতো বিরাট আকারে একটি টি২০ লিগ তৈরি করতে।

Advertisement

সেই কাজের জন্য তারা সুন্দর রামনের সঙ্গে যোগাযোগ করছে। রামন আইপিএলের প্রাক্তন প্রধান কার্যনির্বাহী কর্তা। আইপিএল তৈরি হয়েছিল তাঁর হাত ধরেই। রামন দক্ষিণ আফ্রিকার এই টি২০ লিগের (এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি) ১২.৫ শতাংশ শেয়ারের মালিক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে ৫৭.৫ শতাংশ শেয়ার। সম্প্রচারকারী সংস্থার হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের ধারণা ১০ বছরে ৪২৭ কোটি টাকার বেশি খরচ হবে এই লিগে। তাদের আশা, লাভ হতে পারে প্রায় ২৩০ কোটি টাকা। যা পাবে বোর্ড এবং দলগুলি। প্রথম দিন থেকেই দক্ষিণ আফ্রিকা বোর্ড লাভ করবে বলে মনে করছে। এ বার কোনও রকম টি১০ লিগ বা ১০০ বলের ক্রিকেটের মতো পরীক্ষা করতে রাজি নয় বোর্ড। আইপিএলের মতোই লিগ করতে চাইছে তারা। আইপিএলের দলগুলিও সেই দিকে ঝুঁকতে পারে বলে শোনা যাচ্ছে। শাহরুখের নাইট রাইডার্সের দল রয়েছে ক্যারিবিয়ান লিগে। এখানে তারা দল কেনে কি না সেই দিকেও নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement