bengal

Ranji Trophy 2022: বরোদার সামনে বাংলা শেষ মাত্র ৮৮ রানেই, চালকের আসনে ক্রুণাল পাণ্ড্যরা

বাংলার একজন ব্যাটারও ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। চার জন ব্যাটার শূন্য রানে সাজ ঘরে ফিরেছেন। জুটি গড়তে পারেননি বাংলার ব্যাটাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৬
Share:
রান পেলেন না মনোজ তিওয়ারি।

রান পেলেন না মনোজ তিওয়ারি। —ফাইল ছবি

বরোদার ইনিংস ১৮১ রানে গুটিয়ে দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফির প্রথম দিনেই চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন বোলাররা। কিন্তু দ্বিতীয় দিনে সেই সুবিধা ধরে রাখতে ব্যর্থ বাংলা। চরম ব্যাটিং বিপর্যয়ের জেরে মাত্র ৮৮ রানেই শেষ হয়ে গেল অভিমন্যু ঈশ্বরণদের প্রথম ইনিংস। ফলে দিনের শেষে কটকের বারাবাটি স্টেডিয়ামে সুবিধাজনক জায়গায় ক্রুণাল পাণ্ড্যর দল।

Advertisement

শুক্রবার বাংলার একজন ব্যাটারও ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বরোদার ১৮১ রানের জবাবে প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ১ উইকেটে ২৪। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফিরে গিয়েছিলেন চার রান করে। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলার ব্যাটিং। বরোদার ডানহাতি এবং বাঁহাতি দুই জোরে বোলারকে সামলাতেই পারেননি বাংলার ব্যাটাররা।

দিনের তৃতীয় ওভারে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়। ১১ রান করেন সুদীপ। পরের ওভারে ডানহাতি অতীত শেঠ ফিরিয়ে দেন অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারিকে। দু’জনের কেউই কোনও রান করতে পারেননি। বাংলার মোট চার জন ব্যাটার শূন্য রানে সাজ ঘরে ফিরেছেন। একটিও ভাল জুটি গড়ে তুলতে পারেননি বাংলার ব্যাটাররা। ৪৪ রানে ৫ উইকেট নিয়েছেন বরোদার অতীত শেঠ। পাশাপাশি ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি লুকমান মেরিওয়ালা।

Advertisement

দিনের শেষে বরোদার দ্বিতীয় ইনিংসের রান ৫ উইকেটে ১৪৪। প্রত্যুষ কুমার ৩৯ রানে এবং ধ্রুব পটেল ছয় রানে অপরাজিত আছেন। বরোদার ব্যাটারদের মধ্যে কেদার দেবধর ৪১ রান করেন। বাকিরা অবশ্য রান পাননি বাংলার বোলিং আক্রমণের সামনে। ২ উইকেট নিয়েছেন ঈশান পোড়েল।একটি করে উইকেট আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের। ২৩৭ রানে এগিয়ে রয়েছে বরোদা। দারুণ কিছু করতে না পারলে এই ম্যাচ থেকে পয়েন্টের আশা কার্যত শেষ বাংলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement