—ফাইল চিত্র
সেমিফাইনালে ওঠার পথে বাংলা। ১২৯ বছরের রেকর্ড ভাঙার কথা জানত না বাংলা দল। ম্যাচ শেষে সেই কথা জানতে পারেন সায়ন শেখর মণ্ডলরা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ৬৩৪ রানে এগিয়ে রয়েছেন মনোজ তিওয়ারিরা। ম্যাচ শেষে সায়ন জানালেন, পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছেন তাঁরা।
বাংলার ন’জন ব্যাটার অর্ধশতরান বা তার বেশি রান করেছেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড কোনও দলের নেই। ১২৯ বছর আগে অস্ট্রেলিয়ার একটি দলের আট ব্যাটার ইংল্যান্ডের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত দলের বিরুদ্ধে অর্ধশতরান বা তার বেশি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন মনোজরা। বুধবার ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন সায়ন। ১৮ বলে অর্ধশতরান করেন আকাশ দীপ।
বল হাতে ঝাড়খণ্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলা। তিনটি উইকেট নিয়েছেন সায়ন। দু’টি নেন শাহবাজ আহমেদ। ম্যাচ শেষে সায়ন বলেন, “পিচ থেকে পেসাররা সাহায্য পাচ্ছে। ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারদের নিয়ে সাজানো আমাদের বোলিং আক্রমণ। ওরা ঠিক জায়গায় বল করছে। কোনও খারাপ বল করেনি। সেই জন্যই চাপ তৈরি করতে পেরেছে।”
ম্যাচ শেষে রেকর্ডের কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন সায়ন। তিনি বলেন, “ম্যাচ শেষে রেকর্ডের কথা জানতে পেরেছি। দারুণ লাগছে। আমাদের ব্যাটাররা ভাল খেলেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বৃহস্পতিবার যত তাড়াতাড়ি সম্ভব ঝাড়খণ্ডকে আউট করতে চাই।”
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ