bengal cricket

Ranji Trophy 2022: ঋদ্ধি নেই, তবুও ঋদ্ধি আছেন, কোয়ার্টার ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা

ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার জন্য তৈরি হচ্ছে বাংলা। ঋদ্ধি না থাকলেও তাঁর থেকে দরকারে উপদেশ পাচ্ছেন দলের উইকেটরক্ষক অভিষেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৭:৪০
Share:

—ফাইল চিত্র

রঞ্জি ট্রফির নকআউট পর্বে ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা। তবে সাজঘরে না থেকেও রয়েছেন ঋদ্ধিমান সাহা। তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে উপদেশ দিচ্ছেন তিনি।

Advertisement

অভিষেক রঞ্জির গ্রুপ পর্বে দু’টি অর্ধশতরান করেন। বাংলার জয়ের পিছনে বড় ভূমিকা নেন তিনি। প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন তরুণ উইকেটরক্ষক। শনিবার আনন্দবাজার অনলাইনকে অভিষেক বললেন, “ঋদ্ধিদার নাম যখন দলের তালিকায় দেখলাম, জানতাম উইকেটরক্ষক হিসাবে ও খেলবে। তবে গ্রুপ পর্বে আমি যে ভাবে ব্যাট করেছিলাম তাতে হয়তো শুধু ব্যাটার হিসাবেও দলে জায়গা করে নিতে পারতাম।” ঋদ্ধি দলে নেই। কিন্তু অভিষেককে সাহায্য করেন তিনি। ঈশান পোড়েলের খুড়তুতো ভাই বললেন, “আমার সঙ্গে কথা হয় ঋদ্ধিদার। কোনও কিছু জানতে চাইলে খুব ভাল ভাবে বুঝিয়ে দেয়। দলে থাকলে অনেক কিছু সামনাসামনি শিখতে পারতাম।”

গ্রুপ পর্ব এবং নক আউটের মাঝের সময় অনুশীলন চালিয়ে গিয়েছেন অভিষেক। জিমে বেশি সময় কাটিয়েছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত সৌরাশিস লাহিড়ীও। বাংলার সহকারী কোচ বললেন, “দারুণ ক্রিকেটার। খুব প্রতিভাবান। মানসিক ভাবে ও খুব শক্ত। রঞ্জি ট্রফি নক আউট পর্বে প্রথম বার খেলতে নামছে। কেরিয়ারের শুরুটা ভাল হয়েছে। আশা করব গ্রুপ পর্বের ছন্দ নকআউটেও ধরে রাখতে পারবে।”

Advertisement

বেঙ্গালুরুতে বাংলা বনাম ঝাড়খণ্ড যে পিচে খেলা হবে তাতে বাউন্স রয়েছে। তিন পেসার নিয়ে নামবে বাংলা। সেই সঙ্গে শাহবাজ আহমেদ থাকছেন। পঞ্চম বোলার হিসাবে খেলবেন সায়ন শেখর মণ্ডল অথবা ঋত্বিক চট্টোপাধ্যায়। সোমবার পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পেসার সায়ন নাকি স্পিনার ঋত্বিককে নেবে দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চট্টোপাধ্যায়, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ ব্যাটাররা রয়েছেন।

রবিবার ভিডিয়ো বিশ্লেষণে বসবে বাংলা দল। সেখানে নিজেদের এবং ঝাড়খণ্ড দলের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখা হবে। বাংলার বোলার এবং ব্যাটারদের নিয়ে আলাদা করেও কথা বলা হবে বলে জানিয়েছেন বাংলার সহকারী কোচ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement