অর্ধশতরান শেল্ডন জ্যাকসনের। ছবি: পিটিআই
দিনের শেষে সৌরাষ্ট্র ৩১৭/৫। বাংলার থেকে ১৪৩ রানে এগিয়ে তারা।
অর্ধশতরান করলেন সৌরাষ্ট্রের চিরাগ জানি। তিনি তৃতীয় ব্যাটার, যিনি এই ইনিংসে অর্ধশতরান করলেন।
প্রথম ইনিংসে ১৭৪ রান করেছিল বাংলা। সেই রান টপকে গিয়েছে সৌরাষ্ট্র। ৭৬ ওভারে ২৮৯ রান তুলে নিয়েছে তারা। হাতে এখনও ৫ উইকেট।
স্লিপে বেশ কিছু ক্যাচ পড়েছিল। বাউন্ডারিতে শাহবাজ় ক্যাচ ফেললেন। কোনও কিছুই বাংলার দিকে গেল না।
আলো ফিরতে খেলা শুরু হল। কিন্তু বাংলার বোলিংয়ে কোনও পরিবর্তন দেখা গেল না। উইকেটের বাইরে বল করে গেলেন তাঁরা। কখনও লেগ স্ট্যাম্পে বল করলেন। সেই সব বলে উইকেট আসার কথা ছিল না, আসেওনি।
চা বিরতির পর তৃতীয় সেশন শুরু করতে দেরি হচ্ছে। মাঠে আলো কমে যাওয়ায় খেলা শুরু করা যাচ্ছে না।
বাংলার রান টপকে ৬৪ রানে এগিয়ে গেল সৌরাষ্ট্র। ২৩৮ রান তুলে ফেলেছে তারা। হাতে এখনও ৫ উইকেট।
ঈশানের বলে আউট জ্যাকসন। পুল করতে গিয়ে প্রদীপ্তের হাতে ধরা পড়েন তিনি।
বাংলার ১৭৪ রান টপকে গেল সৌরাষ্ট্র। ২১ রানে এগিয়ে গেল তারা।
প্রথম সেশনে উইকেট নেওয়া প্রয়োজন ছিল বাংলার। মাত্র ২ উইকেট নিয়েছে তারা। সৌরাষ্ট্র ৪৬ ওভার শেষে ১৪৮ রানে ৪ উইকেট। বাংলার থেকে এখনও ২৬ রানে পিছিয়ে রয়েছে তারা।
শুক্রবার সকাল থেকে ২ উইকেট নিতে পেরেছে বাংলা। সৌরাষ্ট্র ৪০ ওভারে ১৩৫ রান তুলেছে। ৪ উইকেট নিয়েছে বাংলা। এখনও ৩৯ রানে পিছিয়ে রয়েছে সৌরাষ্ট্র।
বৃহস্পতিবার রাতপ্রহরী হিসাবে নামা চেতন ৪৫ বল খেলে গেলেন। তাঁর উইকেট নিলেন ঈশান। বাংলার পেসারের বলে বোল্ড হন চেতন।
মুকেশের বলে এলবিডব্লিউ হারভিক। সুইং করে ভিতর ঢুকে আসা বলে আউট হলেন সৌরাষ্ট্রের ওপেনার।
অর্ধশতরান করলেন সৌরাষ্ট্রের ওপেনার হারভিক। ২৫ ওভারে ১০০ রান তুলে নিয়েছে সৌরাষ্ট্র।
আকাশ দীপ এবং মুকেশ কুমার বাংলার হয়ে বোলিং আক্রমণ শুরু করেছেন। সৌরাষ্ট্রের দুই ব্যাটার হারভিক দেসাই এবং রাতপ্রহরী হিসাবে ব্যাট করতে নামা চেতন সাকারিয়া দিনের শুরুতে বল দেখে খেলার চেষ্টা করছেন। তাঁরা জানেন পাঁচ দিনের ম্যাচে এখনও অনেক সময় বাকি। তাই দিনের শুরুতে তাড়াহুড়ো করার চেষ্টা করছেন না তাঁরা।