বাবর আজ়ম। —ফাইল চিত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মেজাজ হারালেন বাবর আজ়ম। বচসায় জড়ালেন প্রতিপক্ষ দলের উইকেটরক্ষকের সঙ্গে। শনিবার রংপুর রাইডার্স এবং দুরন্ত ঢাকা ম্যাচে ঘটেছে এই ঘটনা।
আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবির সঙ্গে ব্যাট করছিলেন বাবর। আগ্রাসী মেজাজে খেলছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। উইকেটের পিছন থেকে ক্রমাগত স্লেজিং করে তাঁকে বিরক্ত করছিলেন দুরন্ত ঢাকার উইকেটরক্ষক ইরফান শুক্কুর। প্রথমে কিছু বলেননি বাবর। তবে কিছু ক্ষণ পর মেজাজ হারান। একটি ওভারের মাঝে নবির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বাবর। সে সময় শুক্কুরের সঙ্গে তাঁর বচসা ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। বাংলাদেশের ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে, ‘‘বাবর এটা টি-টোয়েন্টি। টেস্ট ম্যাচ নয়।’’ জবাবে ক্ষুব্ধ বাবর তাঁকে বলেন, ‘‘আমি তোমার সঙ্গে কথা বলছি না। তোমায় কিছু বলছি না।’’ পরিস্থিতি অবশ্য উত্তপ্ত হয়নি। এগিয়ে আসেন নবি। দু’জনকেই শান্ত করেন আফগান অলরাউন্ডার। এগিয়ে আসেন মাঠের আম্পায়ারেরাও। যদিও শুক্কুরের সঙ্গে বাবরের বচসার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
শনিবারের ম্যাচে রংপুর ৭৯ রানে হারিয়েছে ঢাকাকে। রংপুরের হয়ে বাবর করেছেন ৪৬ বলে ৬২ রান। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং ১টি ছক্কা। প্রথমে ব্যাট করে রংপুর করে ৮ উইকেটে ১৮৩। জবাবে ঢাকার ইনিংস শেষ হয় ১০৪ রানে। বাবরকে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়।