BGT 2024-25

মন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে, মাঝপথে আইপিএল নিলামের আলোচনা ছাড়লেন দ্রাবিড়

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। এখন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ তিনি। পদ ছাড়লেও এখনও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নজর দ্রাবিড়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।

এখন আর ভারতীয় দলের কোচ নন তিনি। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরে জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। এখন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ তিনি। পদ ছাড়লেও এখনও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নজর দ্রাবিড়ের। আইপিএলের নিলামের আলোচনা মাঝপথে থামালেন তিনি।

Advertisement

রবিবার থেকে সৌদি আরবের জেড্ডায় আইপিএলের বড় নিলাম। রবি ও সোমবার দু’দিন ধরে হবে নিলাম। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। এ বার রাজস্থানের কোচ দ্রাবিড়। কোনও বিদেশিকে ধরে রাখেনি তারা। তাই নিলামে কোন বিদেশিদের নেওয়া হবে সেই দিকে নজর তাদের। তারই আলোচনায় ব্যস্ত ছিলেন দ্রাবিড়। সঙ্গে ছিলেন দলের অন্য আধিকারিকেরা। তার মাঝেই ভারতের খেলায় নজর যায় তাঁর।

রাজস্থান রয়্যালস সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, টেবিলে বসে সকলে আলোচনা করছেন। হঠাৎ দ্রাবিড় বলেন, “অস্ট্রেলিয়ার রান কত?” জবাবে এক জন বলেন, “৪৭ রানে ৬ উইকেট।” শুনে দ্রাবিড় বলেন, “কে আউট হল? কে করল?” জবাবে ওই আধিকারিক বলেন, “লাবুশেন আউট হয়েছে সিরাজের বলে।” সে কথা শুনে দ্রাবিড় বলেন, “টিভি চালাও। একটু খেলাটা দেখি।”

Advertisement

দ্রাবিড়ের এই কথা থেকে পরিষ্কার, কোচের পদ ছাড়লেও এখনও জাতীয় দলের খবর তিনি রাখেন। কে, কেমন খেলছেন সে দিকে খেয়াল রাখেন। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অনেক ভাল ইনিংস খেলেছে দ্রাবিড়। সেই দেশে গুরুত্বপূর্ণ সিরিজ় খেলতে গিয়েছেন বিরাট কোহলিরা। সে দিকে নজর রেখেছেন দ্রাবিড়।

নতুন কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে পার্‌থে খেলতে নেমে প্রথম ইনিংসে ১৫০ রান করেছে ভারত। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে ১০৪ রান। রোহিত শর্মা না খেলায় এই টেস্টে ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতের রান বিনা উইকেটে ১৭২। যশস্বী জয়সওয়াল ৯০ ও লোকেশ রাহুল ৬২ রানে খেলছেন। অস্ট্রেলিয়ার থেকে ২১৮ রান এগিয়ে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement