India

India vs West Indies 2022: ধওয়ন-রাহুলেরা তৈরি, ওপেনার বাছা নিয়ে জল্পনা

সুস্থ হয়ে মঙ্গলবার আমদাবাদে অনুশীলনে নেমে পড়েছেন ধওয়ন এবং শ্রেয়সও। মায়াঙ্ক তো আগের দিন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০১
Share:

একাগ্র: অনুশীলনে বিরাট। যোগ দিলেন শ্রেয়স, শিখরও। ছবি পিটিআই।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ, বুধবার, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নামার আগে একটা সমস্যায় পড়েছে ভারতীয় দল। প্রথম একাদশে কাকে ছেড়ে কাকে খেলানো হবে!

Advertisement

প্রথম ম্যাচে কে এল রাহুল ছিলেন না। করোনায় আক্রান্ত হওয়ার কারণে দলের বাইরে ছিলেন শিখর ধওয়ন, শ্রেয়স আয়ারও। যে কারণে দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল ঈশান কিশান, মায়াঙ্ক আগরওয়ালকে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন ঈশান। মাঝের সারির ব্যাটার হিসেবে অভিষেক হয় দীপক হুডার। পাঁচ নম্বরে খেলেছিলেন সূর্যকুমার যাদব। এঁরা সবাই রান পেয়েছেন। এখন সমস্যা হল, দ্বিতীয় ম্যাচের জন্য দলে ফিরে এসেছেন রাহুল। সুস্থ হয়ে মঙ্গলবার আমদাবাদে অনুশীলনে নেমে পড়েছেন ধওয়ন এবং শ্রেয়সও। মায়াঙ্ক তো আগের দিন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, কার জায়গায় কে সুযোগ পাবেন?

মঙ্গলবার ‘ভার্চুয়াল’ সাংবাদিক বৈঠকে সূর্য জানিয়েছেন, রাহুল এবং মায়াঙ্ক দু’জনেই তৈরি। তিনি বলেন, ‘‘ওরা দু’জনেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছে। ওরা দলে ফিরে আসায় আমাদের শক্তি আরও জোরদার হয়েছে। যদিও দিনের শেষে দল পরিচালন সমিতিই ঠিক করবে, কে খেলবে বা কাকে খেলানো হবে না।’’

Advertisement

সূর্য নিজে প্রথম ম্যাচে রান পেয়েছেন। পাঁচ নম্বরে নেমে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পাঁচ নম্বরে নামা নিয়ে এই ব্যাটার বলেছেন, ‘‘দল যেখানেই ব্যাট করতে বলবে, আমি সেখানেই খেলতে প্রস্তুত। কোনও সমস্যা নেই। আমি তিন, চার, পাঁচ—সব জায়গায় ব্যাট করেছি। দল যে ভাবে আমাকে ব্যবহার করতে চাইছে, তাতে আমি খুশি।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৩৬ বল খেলে অপরাজিত ৩৪ রান করেছিলেন সূর্যকুমার। কী ভাবে তিনি নিজেকে ম্যাচ ফিট রাখেন সে কথা জানতে চাইলে সূর্য বলেন, ‍‘‍‘আমি নেটে দীর্ঘসময় নিজেকে ব্যস্ত রাখি। ভাল খেলার তাগিদ নিজে থেকেই চলে আসে। সুযোগ পেলে আমি বলও করি। দল যে ভাবে চাইবে, সে ভাবেই আমাকে কাজে লাগাতে পারে।’’

প্রথম ওয়ান ডে ম্যাচ সহজে জিতে এ বার সিরিজ় জয়ের লক্ষ্যে নামছে ভারত। বুধবার জিতলেই সিরিজ় চলে যাবে রোহিত শর্মাদের দখলে। দ্বিতীয় ম্যাচে তাঁদের ব্যাটিং রণনীতি সম্পর্কে জানতে চাওয়া হলে সূর্য বলেন, ‍‘‍‘প্রথম ওয়ান ডে ম্যাচে যে ভাবে ব্যাট করেছি আমরা, সে ভাবেই দ্বিতীয় ম্যাচে ব্যাট করব। প্রথমে ব্যাট করলে নিজেদের পুরো ক্ষমতা প্রয়োগ করে রানটা এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে বিপক্ষ দল পৌঁছতে পারবে না।’’ যোগ করেন, ‘‘প্রথম ম্যাচে যে ভাবে আমরা ব্যাট করেছি, তা একদম ঠিক ছিল। দলের মধ্যে তাগিদ ও উৎসাহ তুঙ্গে। সে রকম কোনও পরিবর্তনের কিছু নেই।’’

মানসিকতায় বদল না হলেও ব্যাটিং লাইনে পরিবর্তন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজ়ে ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন ধওয়ন। সেই ছন্দ ধরে রাখতে মরিয়া এই বাঁ-হাতি ওপেনার। তিনি যে খেলতে তৈরি, তা পরিষ্কার ধওয়নের একটি টুইটে। নিজের অনুশীলনের ভিডিয়ো তুলে ধরে ধওয়ন এ দিন লিখেছেন, ‘‘নিজের পছন্দের জায়গায় ফিরতে পেরে দারুণ লাগছে।’’ একই ভাবে নিজের অনুশীলনের ছবি গণমাধ্যমে দিয়েছেন কে এল রাহুলও। ভারতীয় দল পরিচালন সমিতির সামনে এখন বড় মাথাব্যথা, এঁদের মধ্যে থেকে রোহিতের সঙ্গী বেছে নেওয়া।

কারও কারও পরামর্শ, রাহুলকে মাঝের সারিতে খেলানো হোক। একটা সময় রাহুলকে মাঝের সারিতে খেলিয়েই সফল হয়েছিল ভারতীয় দল পরিচালন সমিতি। তখন তাঁকে ফিনিশারের ভূমিকায় দেখা হচ্ছিল। রাহুল যদি মাঝের সারিতে খেলেন, সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন দীপক হুডা। বাইরে থাকতে হবে শ্রেয়স আয়ারকেও।

তিন ম্যাচের সিরিজ়ে ০-১ পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ আবার প্রত্যাঘাতের স্বপ্ন দেখছে এই ম্যাচে। ভারতের বিরুদ্ধে নিজেদের মেলে ধরতে পারলে আইপিএল নিলামে তাঁরা যে নজরে থাকবেন, তা ভালই জানেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। তার মধ্যেও পাখির চোখ করতে চাইছেন ভারতের বিরুদ্ধে সিরিজ় জয়কে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ অলরাউন্ডার আকিল হোসেন এ দিন সাংবাদিকদের বলেছেন, ‘‘জানি আইপিএল নিলাম আসছে। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ। তবে এই নিয়ে এখন ভাবছি না। আমার লক্ষ্য হল, পরের দু’টো ম্যাচে ভাল খেলা। কারণ এই দু’টো ম্যাচেই সিরিজ়ের ভাগ্য ঠিক হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement