Rahul Dravid

Rahul Dravid: কার্তিককে সামনে রেখে দ্রাবিড়ের নতুন মন্ত্র, ‘দরজায় কড়া না নেড়ে দরজা ভেঙে ঢোকো’

ভারতীয় ক্রিকেট দলে নতুন দর্শন আনছেন কোচ রাহুল দ্রাবিড়। সেই দর্শনে দলের সবার সামনে দৃষ্টান্ত হিসাবে নিয়ে আসছেন দীনেশ কার্তিককে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১২:৪৫
Share:

ভারতীয় ক্রিকেট দলে নতুন দর্শন আনছেন কোচ রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেটে নতুন মন্ত্রের সঞ্চার করেছেন রাহুল দ্রাবিড়। সেই মন্ত্রে দলের সামনে দ্রাবিড় দৃষ্টান্ত রাখছেন দীনেশ কার্তিকের। ভারতীয় দলের কোচের মন্ত্র, এখন আর জাতীয় দলে ঢোকার জন্য শুধু দরজায় কড়া নাড়লে চলবে না, একেবারে দরজা ভেঙে ঢুকতে হবে।

Advertisement

বেঙ্গালুরুতে সিরিজ ড্র হওয়ার পরে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘‘আমি দলের সবাইকে বলেছি, দরজায় কড়া নাড়লে হবে না। দরজা ভেঙে ঢুকতে হবে। কার্তিক সেটাই করেছে। রাজকোটে ওর অর্ধশতরান তার প্রমাণ। নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছে কার্তিক।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলেছেন দীনেশ কার্তিক। টি২০ ক্রিকেটে অভিষেকের ১৬ বছর পরে এই সিরিজেই প্রথম অর্ধশতরান করেছেন। ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা হচ্ছে তাঁকে। কার্তিকে মুগ্ধ দলের কোচ রাহুল দ্রাবিড়ও। তিনি জানিয়েছেন, নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছেন কার্তিক।

Advertisement

এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন কার্তিক। আইপিএলে ভাল খেলায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। কার্তিককে ঠিক এই কারণে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘কার্তিকের এক বিশেষ দক্ষতার জন্য ওকে নেওয়া হয়েছে। গত দু’-তিন বছর ধরে ধারাবাহিক ভাবে এই কাজটা ও করে চলেছে। সেটা হল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া। ও যে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছে, সেটা দেখে ভাল লাগছে।’’

কার্তিক একা নন, ভারতীয় দলে তাঁর দোসর হার্দিক পাণ্ড্য। এই দুই ক্রিকেটার ভাল খেললে যে কোনও রান করা সম্ভব বলে জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘রাজকোটে ওদের জুটি দেখা গিয়েছে। ডেথ ওভারে ওরা ভয়ঙ্কর। শেষ ৫-৬ ওভার যদি ওরা নিজেদের ছন্দে খেলতে পারে তা হলে আমরা বড় রান করতে পারব। খেলার রং বদলে দিতে পারে ওরা।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement