Ajaz Patel

India vs New Zealand 2021: ২০ উইকেট নিতে পারেন অজাজ, এমনটাই ভাবছিল নিউজিল্যান্ড

শুভমন গিলের উইকেট নেন রবীন্দ্র। সেটাই টেস্টে তাঁর প্রথম সাফল্য। কানপুরে অভিষেক টেস্টে উইকেট পাননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ২৩:৪১
Share:

২০ উইকেট নিতে পারতেন অজাজ! ছবি: এএফপি

প্রথম ইনিংসে দশটি উইকেট নেওয়ার পর ভারতের দ্বিতীয় ইনিংসেও প্রথম দু’টি উইকেট তুলে নেন অজাজ পটেল। সেই সময় নিউজিল্যান্ড দল কী ভাবছিল সেটাই জানিয়েছেন রচিন রবীন্দ্র। রবিবার প্রথম টেস্ট উইকেট পান রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙে দেন অজাজের ২০ উইকেট নেওয়ার ভাবনা।

রবীন্দ্র বলেন, “মজার একটা মুহূর্ত ছিল। সবাই ভাবছিল অজাজ ২০টি উইকেট নেবে। দলের সকলে এসে আমাকে শুভেচ্ছা জানাল। আমার কাছে খুব বড় একটা মুহূর্ত ছিল। সবাই আমার কাছে এগিয়ে আসছিল।” শুভমন গিলের উইকেট নেন রবীন্দ্র। সেটাই টেস্টে তাঁর প্রথম সাফল্য। কানপুরে অভিষেক টেস্টে উইকেট পাননি তিনি। মুম্বইয়ে এসে প্রথম ইনিংসে ভারতের সব উইকেট নিয়ে নেন অজাজ। রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসেও প্রথম দু’টি উইকেট নিয়েছিলেন অজাজ। এর পরেই নিউজিল্যান্ড দলের এমন ভাবনা এসেছিল বলে জানিয়েছেন রবীন্দ্র।

Advertisement

মুম্বইয়ে দুই ইনিংস মিলিয়ে ১৪টি উইকেট নিয়েছেন অজাজ। ইনিংসে দশ উইকেট নেওয়ার সঙ্গে ভারতের মাটিতে বিদেশি বোলার হিসেবে এক টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রবীন্দ্র বলেন, “অজাজের জন্য দারুণ খুশি আমি। দুর্দান্ত স্পিনার ও। দলের লড়াকু মানসিকতার উদাহরণ অজাজ। ১৪টি উইকেট নেওয়া খুব ছোট ব্যাপার নয়। এখনও আমি ব্যাপারটা নিয়ে ভাবছি। ওকে দলে পেয়ে আমিও খুব উপকৃত হয়েছি। অনেক কিছু শিখতে পারছি অজাজের থেকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement