IPL 2025

গুরুর কলকাতার বিরুদ্ধে ছাত্রের বেঙ্গালুরু, প্রথম একাদশে সুযোগ কাদের? কত নম্বরে কোহলি?

চন্দ্রকান্ত পণ্ডিতের ছাত্র রজত পাটীদার। গুরুর দলের বিরুদ্ধে কোন কোন ক্রিকেটারকে নিয়ে খেলতে নামবে ছাত্র? আরসিবি-র প্রথম একাদশে থাকবেন কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:০২
Share:
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রজত পাটীদারের নেতৃত্বে প্রথম বার খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মধ্যপ্রদেশের ক্রিকেটারকে খুব ভাল ভাবে চেনেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর হাতেই যে তৈরি পাটীদার। ছাত্র মাঠে নামবেন গুরুর দলের বিরুদ্ধে। শনিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচ। ইডেনে কোন ১১ জনকে নিয়ে নামবেন পাটীদার?

Advertisement

টপ অর্ডার

বেঙ্গালুরু দলে সব নজর থাকে বিরাট কোহলির দিকে। তিনি টি-টোয়েন্টিতে সাধারণত ওপেন করেন। এ বারেও কোহলি ওপেন করবেন বলেই মনে করা হচ্ছে। সঙ্গী হবেন ফিল সল্ট। গত বার নাইটদের হয়ে ঝড় তুলেছিলেন তিনি। এ বারে সল্টকে দলে নেয়নি কেকেআর। নিলামে তাঁকে তুলে নিয়েছে আরসিবি। ১১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে সল্টকে নিয়েছে তারা। তিন নম্বরে নামবেন দেবদত্ত পাড়িক্কল। কোহলি বা সল্ট ব্যর্থ হলেও দলের ভরসা হতে হবে তাঁকে।

Advertisement

মিডল অর্ডার

আরসিবি-র হয়ে চার নম্বরে অধিনায়ক রজত পাটীদার। এত দিন ব্যাট হাতে তিনি দলের ভরসা ছিলেন। এ বারে সেই সঙ্গে যোগ হয়েছে নেতৃত্বের দায়িত্ব। পাঁচ নম্বরে নামতে পারেন ক্রুণাল পাণ্ড্য। হার্দিক পাণ্ড্যের দাদাকে এ বারে কিনেছে আরসিবি। অলরাউন্ডার ক্রুণাল ব্যাট হাতেও কার্যকরী। তিন বার আইপিএল জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রুণালকে কাজে লাগাতে পারে বেঙ্গালুরু। সেই সঙ্গে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব দেওয়া হতে পারে টিম ডেভিডকে।

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ফিনিশার

ম্যাচ শেষ করার দায়িত্ব দেওয়া হতে পারে লিয়াম লিভিংস্টোনকে। ইংল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার বল হাতেও দায়িত্ব নিতে পারেন। তাঁর সঙ্গে থাকবেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ফিনিশার হিসাবে লিভিংস্টোন এবং জিতেশ দলের অন্যতম ভরসা।

স্পিনার

কলকাতার হয়ে খেলে যাওয়া সুযশ শর্মা এ বার আরসিবি-তে। ইডেনের মাঠ তাঁর পরিচিত। তাই শনিবার সুযশকে ব্যবহার করতে পারে বেঙ্গালুরু। তবে তাঁকে প্রথম একাদশে না রেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামাতে পারে দল। স্পিনার হিসাবে ক্রুণাল এবং লিভিংস্টোনও দলে রয়েছেন। তাঁরা তিন জন মিলে আরসিবি-র স্পিন আক্রমণ সামলাবেন।

পেসার

ইডেনে তিন জন পেসার নিয়ে নামতে পারে আরসিবি। পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন জস হেজ়লউড। সঙ্গী হবেন ভুবনেশ্বর কুমার এবং যশ দয়াল। দুই অভিজ্ঞ পেসারের সঙ্গে বাঁহাতি দয়াল ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বেঙ্গালুরুর পেস আক্রমণ তাই বিপক্ষের ত্রাস হয়ে উঠতেই পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পেসারেরা সুবিধা পেলে হেজ়লউডদের সামলানো খুব সহজ হবে না।

ইমপ্যাক্ট প্লেয়ার

আইপিএলে এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে। ম্যাচে যে কোনও সময় প্রয়োজন অনুযায়ী ক্রিকেটার নামানো যেতে পারে। সে ক্ষেত্রে রাসিখ দার বা স্বপ্ননীল সিংহকে ব্যবহার করতে পারে আরসিবি। তরুণ পেসার রাসিখ বা বাঁহাতি স্পিনার স্বপ্ননীলকে দলে নিতে পারে তারা।

সম্ভাব্য প্রথম একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), ক্রুণাল পাণ্ড্য, টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জস হেজ়লউড এবং যশ দয়াল। ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement