IPL 2025

আইপিএলের দ্বিতীয় দিনই চেন্নাই বনাম মুম্বই, রবিবার ধোনি ও সূর্যদের সম্ভাব্য একাদশে কারা

আইপিএলের শুরুতেই বড় ম্যাচ। রবিবার চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি। এই ম্যাচে দু’দলের প্রথম একাদশ কেমন হতে পারে? কোন বিদেশিদের খেলতে দেখা যাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১১:২৭
Share:
cricket

রবিবার লড়াই (বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি বনাম সূর্যকুমার যাদবের। —ফাইল চিত্র।

আইপিএলের ১৭ বছরের মধ্যে ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে এই দুই দল। সাফল্যের নিরিখে সমানে সমানে তারা। এ বারের আইপিএলের শুরুতেই বড় ম্যাচ। রবিবার চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা। অন্য দিকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য এক ম্যাচ নির্বাসিত হওয়ায় চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না। ফলে অধিনায়কত্ব করবেন সূর্য। জসপ্রীত বুমরাহকেও পাবে না তারা। এই ম্যাচে দু’দলের প্রথম একাদশ কেমন হতে পারে? কোন বিদেশিদের খেলতে দেখা যাবে? খেলা চেন্নাইয়ে। সেখানকার উইকেট সাধারণত মন্থর হয়। কালো মাটির উইকেটে স্পিন ভাল হয়। তাই এ কথা বলা যেতে পারে, দুই দলই স্পিনারদের দিকে বেশি নজর দেবে।

Advertisement

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:

১) রুতুরাজ গায়কোয়াড়— দলের অধিনায়ক। এ বার চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে চাইবেন তিনি। দলের শুরুটা তাঁর হাতেই। ওপেন করতে নামবেন তিনি।

Advertisement

২) ডেভন কনওয়ে— চেন্নাইয়ের জার্সিতে অনেক বছর ধরে খেলছেন। দলের মানসিকতা ভাল বোঝেন। রুতুরাজের সঙ্গে ওপেন করতে দেখা যাবে কনওয়েকে।

৩) রাচিন রবীন্দ্র— চেন্নাইয়ের আর এক বিদেশি। কনওয়ের মতো তিনিও নিউ জ়িল্যান্ডের। আগেও চেন্নাইয়ে খেলেছেন। ভাল ফর্মে রয়েছেন। রাচিনের উপর দলের ভরসা অনেক।

৪) রাহুল ত্রিপাঠী— এ বার চেন্নাই তাঁকে কিনেছে। গত বার মিডল অর্ডারে ভাল খেলেছেন। এ বার সেই কাজটা চেন্নাইয়ের জার্সিতে করতে চান তিনি।

৫) শিবম দুবে— গত বার চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত খেলেছেন। সেই সুবাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছিলেন। এ বারও মিডল অর্ডারে বড় দায়িত্ব তাঁর।

৬) রবীন্দ্র জাডেজা— দলের বড় ভরসা। ব্যাট ও বল হাতে তিনি বড় ভূমিকা নিতে পারেন। চেন্নাই তাঁর ঘরের মাঠ। এই মাঠকে হাতের তালুর মতো চেনেন তিনি।

৭) মহেন্দ্র সিংহ ধোনি— এ বার ঘরোয়া ক্রিকেটার হিসাবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই। আইপিএলের আগে অনুশীলনে লম্বা লম্বা ছক্কা মারতে দেখা গিয়েছে। আরও এক বার সেই ভূমিকাকেই দেখা যাবে তাঁকে। শেষ দিকে কম বল খেলে বেশি রান করার চেষ্টা করবেন ধোনি।

৮) স্যাম কারেন— ভাল অলরাউন্ডার। বাঁহাতি পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও ভাল করেন। চেন্নাইয়ে আগেও খেলেছেন তিনি।

৯) রবিচন্দ্রন অশ্বিন— আইপিএলের শুরুটা এই দলেই করেছিলেন অশ্বিন। আবার পুরনো দলে ফিরেছেন। চেন্নাইয়ের উইকেট তাঁর চেয়ে ভাল কেউ চেনে না। পুরনো দলে ভাল খেলার লক্ষ্যে নামবেন অশ্বিন।

১০) মাথিশা পাথিরানা— শ্রীলঙ্কার এই পেসারকে ধরে রেখেছে চেন্নাই। ডেথ ওভারে দুর্দান্ত বল করেন তিনি। লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন তাঁর। এ বার আরও ভাল করতে চাইবেন পাথিরানা।

১১) খলিল আহমেদ— বাঁহাতি পেসার। এ বার চেন্নাই তাঁকে কিনেছে। বলের গতির হেরফের ভাল করেন। নতুন বলের পাশাপাশি পুরনো বলও করতে পারেন খলিল।

১২) শ্রেয়স গোপাল (ইমপ্যাক্ট প্লেয়ার)— আরও এক স্পিনার। তাঁর বলের বাউন্স ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। রাহুল ত্রিপাঠীর বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারেন তিনি।

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ:

১) রোহিত শর্মা— গত বার ভাল খেলতে পারেননি। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফিরেছেন রোহিত। এ বার কুড়ি-বিশের ক্রিকেটে ঝড় তুলতে পারেন তিনি।

২) রায়ান রিকেলটন— দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটার দেশের জার্সিতেও ওপেন করেন। রোহিতের সঙ্গে এই মরসুমে ওপেনারের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

৩) তিলক বর্মা— ভারতের টি-টোয়েন্টি দলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করেছেন। সেই তিলক এ বার মুম্বইয়ের হয়েও তিন নম্বরে খেলবেন।

৪) সূর্যকুমার যাদব— প্রথম ম্যাচে মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন। এই দলের হয়ে দীর্ঘ দিন খেলছেন। মিডল অর্ডারে দ্রুত রান তোলার দায়িত্ব থাকবে তাঁর উপর।

৫) উইল জ্যাকস— এ বার তাঁকে কিনেছে মুম্বই। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনটাও ভাল করেন। আইপিএলে শতরান রয়েছেন জ্যাকসের। নতুন দলেও ভাল খেলতে চাইবেন তিনি।

৬) নমন ধীর— গত মরসুমে ভাল খেলেছেন। এ বারও মুম্বইয়ের হয়ে ভাল খেলতে চাইবেন তিনি। ব্যাটের পাশাপাশি বলও করতে পারেন তিনি।

৭) রাজ অঙ্গদ বাওয়া— হার্দিক প্রথম ম্যাচে না খেলায় মুম্বইয়ের দলে দেখা যেতে পারে এই তরুণ অলরাউন্ডারকে। ব্যাটের পাশাপাশি পেস বলও করতে পারেন তিনি।

৮) মিচেল স্যান্টনার— নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক। গত বার চেন্নাইয়ে ছিলেন। সেখানকার উইকেট ভাল চেনেন। এই অলরাউন্ডারকে দেখা যাবে মুম্বইয়ের দলে।

৯) কর্ণ শর্মা— অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাট, বল দুটোই ভাল করেন। চেন্নাইয়ের পিচে তাঁর স্পিন ভরসা দেবে মুম্বইকে।

১০) দীপক চাহর— তিনিও চেন্নাই থেকে মুম্বইয়ে এসেছেন। চেন্নাইয়ের উইকেটে ভাল বল করেন। নতুন বলে চাহরকে খেলা কঠিন।

১১) ট্রেন্ট বোল্ট— আইপিএলের অন্যতম সফল বিদেশি পেসার। এ বার পুরনো দল মুম্বইয়ে ফিরেছেন তিনি। নতুন বলে চাহরের সঙ্গী তিনি।

১২) রবিন মিঞ্জ (ইমপ্যাক্ট প্লেয়ার)— চোটের কারণে প্রথম দু’তিনটি ম্যাচে জসপ্রীত বুমরাহকে পাবে না মুম্বই। ফলে এক ব্যাটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে তারা। বোল্টের পরিবর্তে ব্যাটিংয়ের সময় নামতে পারেন এই তরুণ ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement