Asia Cup 2023

সুস্থ হতেই দলে রাহুল? বাদ পড়বেন শামি? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন রোহিত শর্মারা। এই ম্যাচে ভারতের প্রথম একাদশে কাদের খেলার সম্ভাবনা সব থেকে বেশি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১১
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি ভারত। এই ম্যাচে ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়ে সমস্যায় পড়তে পারে ম্যানেজমেন্ট। কারণ, সুপার ফোরের আগেই সুস্থ হয়ে উঠেছেন লোকেশ রাহুল। তিনি প্রথম একাদশে সুযোগ পেলে বাদ পড়বেন কে? প্রশ্ন উঠছে ভারতের বোলিং আক্রমণ নিয়েও। যশপ্রীত বুমরা দলে ফিরেছেন। তাঁর খেলা নিশ্চিত। তা হলে কি আবার মহম্মদ শামিকেই বাইরে বসতে হবে? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা খেলতে পারেন?

Advertisement

রোহিত শর্মা— ভারতের অধিনায়কই ওপেনিং করবেন। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে রান করতে পারেননি। নেপালের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে রান করার লক্ষ্যে নামবেন তিনি।

শুভমন গিল— রোহিতের সঙ্গে ওপেনার হিসাবে শুভমনকেই দেখা যাবে। তিনিও পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। তবে নেপালের বিরুদ্ধে ভাল ব্যাট করেছেন। সেই ছন্দ ধরে রাখতে চাইবেন তিনি।

Advertisement

বিরাট কোহলি— তিন নম্বরে বিরাটকেই দেখা যাবে। এ বারের এশিয়া কাপে এখনও পর্যন্ত বিরাটের ব্যাটে রান নেই। পাকিস্তান ম্যাচে তাঁর উপর বড় দায়িত্ব থাকবে।

শ্রেয়স আয়ার— চার নম্বরে কে খেলবেন তা নিয়ে সব থেকে বড় সমস্যায় রোহিতেরা। লোকেশ রাহুল সুস্থ হলেও তাঁকে প্রথমেই পাকিস্তানের বিরুদ্ধে নামাতে চাইবে না ম্যানেজমেন্ট। শ্রেয়স আগের ম্যাচে শুরুটা ভাল করেছিলেন। পাকিস্তানকে হারালে বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল খেলতে পারেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে শ্রেয়সকেই দেখা যাবে।

লোকেশ রাহুল— নেটে পুরোদমে অনুশীলন করেছেন রাহুল। কিপিং অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ভারতীয় দলে পাঁচ নম্বরে রাহুলকেই চান তাঁরা। তাই গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলেও বাদ পড়তে হতে পারে ঈশান কিশনকে। প্রথম একাদশে খেলতে পারেন রাহুল।

হার্দিক পাণ্ড্য— ঈশানের সঙ্গে হার্দিকও পাকিস্তান ম্যাচে রান করেছেন। বলও ভাল করছেন। তাই পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরেও ভারতের হয়ে ছ’নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাঁকে।

রবীন্দ্র জাডেজা— পাকিস্তানের বিরুদ্ধে রান না পেলেও নেপালের বিরুদ্ধে ভাল বল করেছেন জাডেজা। দলের স্পিন আক্রমণে বড় ভূমিকা নিতে হবে তাঁকে। শেষ দিকে রান করার দায়িত্বও থাকবে তাঁর কাঁধে।

শার্দূল ঠাকুর— অধিনায়ক রোহিত বার বার বলেছেন দলের ব্যাটিং গভীরতা বাড়াতে চান তিনি। তাই আট নম্বরে শার্দূলকে দেখা যাবে। বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

কুলদীপ যাদব— জাডেজার সঙ্গে ভারতীয় দলের স্পিন আক্রমণ সামলাবেন কুলদীপ। শ্রীলঙ্কার মাটিতে ভাল সাহায্য পাচ্ছেন স্পিনারেরা। উইকেটের সাহায্য কাজে লাগাতে পারেন কুলদীপ।

যশপ্রীত বুমরা— পুত্রসন্তান হওয়ায় পাকিস্তান ম্যাচের আগে দেশে ফিরেছিলেন। আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন বুমরা। পরিবারের মতো দলের মুখেও হাসি ফোটাতে চাইছেন তিনি। বুমরা ফেরায় বাদ পড়তে হবে শামিকে।

মহম্মদ সিরাজ— পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন। সুপার ফোরেও তাঁকে দেখা যাবে প্রথম একাদশে। শামির আগে সিরাজের উপর ভরসা দেখাচ্ছে ম্যানেজমেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement