পৃথ্বী শ। —ফাইল চিত্র।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিক সুযোগ পেয়েও দলকে ভরসা দিতে পারেননি পৃথ্বী শ। গত রবিবার ফাইনালের পর পৃথ্বীকে নিয়ে মুম্বইয়ের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আয়ার অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বার বিজয় হজারে ট্রফির জন্য ঘোষিত মুম্বই দলে জায়গা হল না পৃথ্বীর।
ফর্ম, ফিটনেস এবং শৃঙ্খলাভঙ্গের কারণে রঞ্জি ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। এ বার বিজয় হজারে ট্রফির দলেও জায়গা হল না তাঁর। মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মুম্বইয়ের নির্বাচকেরা। খারাপ ফর্মের জন্য দলে রাখা হয়নি পৃথ্বী এবং শামস মুলানিকে। মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল বলেছেন, ‘‘খারাপ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে পৃথ্বীকে। ওর খেলায় ধারাবাহিকতাও নেই। আমরা তরুণদের সুযোগ দেওয়ার কথা ভেবেছি। আয়ুষ মাত্রে এবং অঙ্গকৃশ রঘুবংশীকে দলে নেওয়া হয়েছে।’’ উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন’টি ম্যাচ খেলে ১৯৭ রান করেন পৃথ্বী। গড় ২১.৮৮। স্ট্রাইক রেট ১৫৬.৩৪। রবিবার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে করেন ১০ রান।
দলে জায়গা না পেয়ে সমাজমাধ্যমে পৃথ্বী লিখেছেন, ‘‘হে ঈশ্বর আমায় আর কী দেখতে হবে! ৬৫টি ইনিংসে আমার রান ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। তাও আমি যথেষ্ট ভাল নই? তবু আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি, অন্যরও আমাকে বিশ্বাস করেন। আমি নিশ্চিত ভাবে ফিরে আসব।’’
অজিঙ্ক রাহানে ব্যক্তিগত সমস্যার কারণে বিজয় হজারে ট্রফির প্রথম তিনটি ম্যাচ খেলবেন না। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আগাম ছুটি নিয়ে রেখেছিলেন রাহানে। তাই বিজয় হজারে ট্রফিতেও মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার।