রোহিত শর্মা। —ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে পাওয়া যাবে না শুভমন গিলকে। ফলে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ঈশান কিশনকে। ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি মহম্মদ শামিও। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলতে নামছেন রোহিত শর্মারা।
শুভমন না থাকায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ঈশান। তিনে বিরাট কোহলি। চার নম্বরে খেলবেন শ্রেয়স আয়ার। পাঁচে লোকেশ রাহুল। ছয় থেকে আট পর্যন্ত রয়েছেন তিন জন অলরাউন্ডার। হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। জাডেজা ও অশ্বিনের সঙ্গে স্পিনার হিসাবে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকেও। দুই পেসার রয়েছেন দলে। যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অর্থাৎ, শামির আগে সিরাজের উপর ভরসা রেখেছে দল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
প্রথম এগারোয় তিন পেসার না তিন স্পিনার খেলানো হবে তা নিয়ে সংশয় ছিল। তবে চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয় তিন স্পিনারের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।