Rahul Dravid

Rahul Dravid: কানপুরের নেটে রাহুল দ্রাবিড়কে দেখে উচ্ছ্বাস, অনুশীলন দেখতে ভিড় জমে গেল মাঠে

যত ক্ষণ দ্রাবিড় মাঠে ছিলেন তত ক্ষণ ভিড় জমে গিয়েছিল। সে দিকে অবশ্য নজর দেননি ভারতীয় ক্রিকেটের ‘দেওয়াল’। বরং তাঁর মন ছিল রহাণেদের দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১২:০৩
Share:

কানপুরের নেটে দ্রাবিড় ছবি: পিটিআই।

অলস দুপুরে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ঘোরাঘুরি করছিলেন মাঠকর্মীরা। একটু দূরে বিশ্রাম করছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। হঠাৎ যেন একটা আলোড়ন উঠল। সবাই দৌড়ে গেলেন স্টেডিয়ামে ঢোকার দরজার দিকে। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। যেন বাঁধ ভাঙল। সবাই তাঁকে দেখতে চান। তাঁর ছবি তোলার জন্য যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা শুরু হল। সবাইকে সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে।

Advertisement

মাঠে ঘণ্টা দেড়েক ছিলেন দ্রাবিড়। প্রথমেই চলে যান নেটের দিকে। সেখানে তখন একের পর এক ব্যাট করতে নামছিলেন ভারতীয় ব্যাটাররা। অন্য দিকে বোলিং অনুশীলনও চলছিল। এক পাশে দাঁড়িয়ে দেখে নিলেন প্রস্তুতি। মাঝে মধ্যে ক্রিকেটারদের কাছে গিয়ে কিছু বললেন। তার পরে আবার গিয়ে দাঁড়ালেন আগের জায়গায়।

কিছু ক্ষণ পরে দেখা গেল প্যাড-গ্লাভস পরছেন দ্রাবিড়। সেটা দেখে দর্শকদের চিৎকার বাড়ল। দ্রাবিড়, দ্রাবিড় চিৎকারে ভরে উঠল গ্রিন পার্ক। প্যাড-গ্লাভস পরে ফিল্ডারদের ক্যাচের অনুশীলন করালেন দ্রাবিড়। স্লিপে তখন দাঁড়িয়ে অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পূজারা, শুভমন গিলরা। এত দিন পরেও দেখা গেল, ব্যাটের কোনায় খুব কম বল লাগছে। অনেক চেষ্টা করছেন খোঁচা মারতে। এক সময় বাধ্য হয়ে একটু দূরে সরে দাঁড়ালেন। যাতে বল লাগাতে ব্যাটকে দূরে নিয়ে যেতে হয়।

Advertisement

যত ক্ষণ দ্রাবিড় মাঠে ছিলেন তত ক্ষণ ভিড় জমে গিয়েছিল অনুশীলন দেখার জন্য। সে দিকে অবশ্য নজর দেননি ভারতীয় ক্রিকেটের ‘দেওয়াল’। বরং তাঁর মন ছিল রহাণেদের দিকে। টি২০ সিরিজ জিতেছেন। টেস্ট সিরিজেও সফল হতে চান তিনি। সে দিকেই আপাতত পাখির চোখ ভারতীয় দলের ‘দ্রোণাচার্যে’র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement