Pakistan Cricket

নতুন নীতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, রিজ়ওয়ানদের সঙ্গে সব বিদেশ সফরে যাবেন নির্বাচকেরা

এখন থেকে পাকিস্তানের জাতীয় নির্বাচকেরা প্রতিটি ম্যাচের প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত নেবেন। তাই বিদেশ সফরগুলিতে এক জন নির্বাচককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৮:১১
Share:

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

নভেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে দু’দল। অস্ট্রেলিয়া সফরের পর জ়িম্বাবোয়ে যাবে মহম্মদ রিজ়ওয়ানের দল। সেখানেও তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। এই দুই সফরেই দলের সঙ্গে জাতীয় নির্বাচকদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Advertisement

পাকিস্তানের অন্যতম জাতীয় নির্বাচক আসাদ শফিক দলের সঙ্গে যাবেন অস্ট্রেলিয়ায়। আর এক জাতীয় নির্বাচক তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আজহার আলি দলের সঙ্গে যাবেন জ়িম্বাবোয়েতে। এ বার থেকে সব বিদেশ সফরে এক জন করে জাতীয় নির্বাচককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। কোচ, অধিনায়ক, সহ-অধিনায়কের সঙ্গে এ বার থেকে প্রথম একাদশ নির্বাচনে অংশ নেবেন এক জন নির্বাচকও। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের সময় দল নির্বাচন সংক্রান্ত নতুন নীতি গ্রহণ করেছে পিসিবি। সে কারণেই দুই সফরে এক জন করে জাতীয় নির্বাচককে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এখন থেকে পাকিস্তানের জাতীয় নির্বাচকেরা সিরিজ় বা প্রতিযোগিতার দল নির্বাচনের পাশাপাশি প্রতিটি ম্যাচের প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত নেবেন। তাঁদের মতামতকে গুরুত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement