(বাঁ দিকে) বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: এক্স (টুইটার)।
গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছিলেন, বিরাট কোহলির ডাকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এসেছিলেন। এ বার জানা গেল, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল আরসিবিতে এসে জানতে পারেন কোহলি তাঁকে সমাজমাধ্যমে ‘ব্লক’ করে রেখেছেন।
আইপিএলের পূর্ণ নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েল পুরনো এক ঘটনার কথা জানা গিয়েছে। তিনি এটাও জানিয়েছেন, কোহলির সঙ্গে কথা বলার পর সমস্যা মিটে গিয়েছিল।
গত চার মরসুম রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় অলরাউন্ডারের সঙ্গে কোহলির সম্পর্কও বেশ ভাল। অথচ তাঁকেই এক সময় কোহলি ‘ব্লক’ করে দিয়েছিলেন সমাজমাধ্যম থেকে। এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেছেন, ‘‘যখন আরসিবি আমাকে নিয়েছিল, তখন কোহলির কাছ থেকে প্রথম বার্তা পেয়েছিলাম। দলে আমাকে স্বাগত জানিয়েছিল। আইপিএলের আগে প্রস্তুতি শিবিরেও আমার সঙ্গে অনেক কথা বলেছিল কোহলি। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। আরসিবিতে আসার পর সমাজমাধ্যমে ওকে খোঁজার চেষ্টা করি। কোহলিকে ‘ফলো’ করার চেষ্টা করি। কিন্তু দেখলাম ইনস্টাগ্রামে ওকে পাচ্ছি না।’’
ম্যাক্সওয়েল আরও বলেছেন, ‘‘কোহলিকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমায় ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছ? উত্তরে ও বলে, ‘মনে হয় করেছি। টেস্ট খেলার সময় আমাকে বিদ্রুপ করেছিলে। তখনই ব্লক করে দিয়েছিলাম। ভাবনাচিন্তা করেই করেছিলাম। মনে হয়েছিল, তোমার জন্য এটাই ঠিক।’ কথা বলার পর অবশ্য কোহলি আমাকে ‘আনব্লক’ করে দেয়। তার পর থেকে আমরা ঘনিষ্ঠ বন্ধু।’’
আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের দলগুলিকে জানিয়ে দিতে হবে, তারা কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায়। পূর্ণ নিলামের আগে আইপিএল ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন ক্রিকেটারেরা। কোহলিকে আরসিবি নিশ্চিত ভাবে ধরে রাখবে। সেই সুবিধা না-ও পেতে পারেন ম্যাক্সওয়েল।