ICC Champions Trophy 2025

কেন যাবেন না রোহিত, কোহলিরা? ভারতীয় বোর্ডের কাছে লিখিত ব্যাখ্যা চান পাকিস্তানের ক্রিকেট কর্তারা

রাজনৈতিক সম্পর্কের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় বন্ধ এক দশকের বেশি। গত এশিয়া কাপেও পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। যদিও এক দিনের বিশ্বকাপ খেলতে এসেছিলেন বাবরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২২:৫৫
Share:
picture of Rohit Sharma and Babar Azam

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বাবর আজ়ম (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দু’দিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জয় শাহরা। প্রতিযোগিতার আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। এতে খুশি নন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। তাঁরা বিসিসিআইয়ের কাছে লিখিত ব্যাখ্যা চান।

Advertisement

বিসিসিআইয়ের ব্যাখ্যা দাবি করে আইসিসিকে চিঠি দিল পিসিবি। আইসিসিকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল যে পাকিস্তানে যাবে না, তা বিসিসিআইকে লিখিত ভাবে জানাতে হবে তাদের। দল না পাঠানোর যুক্তিসঙ্গত কারণও দাবি করা হয়েছে পিসিবির তরফে। আগামী বছর ৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের তিনটি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু জয়রা আইসিসিকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তান সফরের অনুমতি দেয়নি। তাই তাঁদের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো সম্ভব নয়। ভারতের অবস্থান জানার পর আইসিসি গত সোমবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে দেয়।

ভারতের অবস্থানে ক্ষুব্ধ পিসিবি। পাকিস্তানের এক ক্রিকেট কর্তা বলেছেন, ‘‘গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করব না আমরা। অনেক আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। আমরাই আয়োজন করব।’’ এই ইস্যুতে আইসিসিকে পাল্টা চাপ দেওয়ার রাস্তা বেছে নিয়েছেন পাক ক্রিকেট কর্তারা। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথও খোলা রাখছেন তাঁরা।

Advertisement

বিসিসিআইয়ের বক্তব্য জানার পর আইসিসি কর্তারা ভারতের ম্যাচগুলির জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরশাহিকে প্রস্তুত রাখা হচ্ছে। যদিও এ ব্যাপারে সরকারি ঘোষণা হয়নি। তাঁরা আপাতত যুযুধান দু’দেশের বোর্ড কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, রাজনৈতিক সম্পর্কের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় বন্ধ এক দশকের বেশি সময়। ২০০৭-০৮ মরসুমে শেষ বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ে মুখোমুখি হয়েছিল দু’দেশ। ২০১২ সালে শেষ বার ভারতের মাটিতে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হয়েছিল দু’দল। তার পর থেকে বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয় না। গত বছর এশিয়া কাপের জন্য বিসিসিআই রোহিতদের পাকিস্তানে না পাঠালেও এক দিনের বিশ্বকাপের সময় বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিল পিসিবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement