বাবর আজম। — ফাইল চিত্র
হাইব্রিড মডেলে এশিয়া কাপ হওয়ার কথা আগেই ঠিক হয়েছে। শুরুতে রাজি না হলেও এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শনিবার নতুন করে বেঁকে বসেছে তারা। পাকিস্তানে আরও বেশি ম্যাচ দেওয়ার দাবি করেছে সে দেশের বোর্ড।
প্রাথমিক সূচি অনুসারে শ্রীলঙ্কায় ন’টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে ভারতের সবক’টি ম্যাচ রয়েছে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। দেশের মাটিতে একমাত্র নেপালের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান বোর্ডের দাবি, তাদের দেশে আরও বেশি ম্যাচ দিতে হবে।
পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে ভারত রাজি না হওয়ার পরেই সে দেশের বোর্ডের তরফে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়। তা মেনে নেয় ভারতীয় বোর্ড। তখন পাক বোর্ডের চেয়ারম্যান ছিলেন নাজম শেটি। কিন্তু জাকা আশরফ নতুন চেয়ারম্যান হয়ে আসার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। প্রথমে তিনি ভারতকে পাকিস্তানে গিয়ে খেলার জন্য চাপ দিয়েছেন। সেটা সম্ভব নয় বুঝেই তিনি এ বার নিজের দেশে বেশি ম্যাচ করার জন্যে উঠেপড়ে লেগেছেন। সম্প্রতি ডারবানে আইসিসির বৈঠকে গিয়ে সে কথা বলেও এসেছেন আশরফ।
পাক বোর্ডের এক সূত্র বলেছেন, “এসিসির পরের বৈঠকে পাকিস্তান নিজের দেশে ম্যাচ করার ব্যাপারে আরও জোর দেবে। শ্রীলঙ্কায় সেই সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওরা ন’টা ম্যাচ আয়োজন করলে একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পাকিস্তানে বেশি ম্যাচ আয়োজন করা উচিত।”
এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, ভারত-পাকিস্তানের দু’টি ম্যাচ হবে শ্রীলঙ্কার ডাম্বুলাতে। পাকিস্তানে ম্যাচগুলি হবে লাহোরে। পাক বোর্ডের দাবি, আরও বেশি ম্যাচ পাওয়া গেলে কিছু ম্যাচ মুলতানে আয়োজন করা যেতে পারে।