Sourav Ganguly

India-Pakistan Cricket: ভারতীয় বোর্ডই ভরসা, পাকিস্তানে কোহলীদের খেলা নিয়ে চিন্তা করছেন না রামিজ রাজা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা তাঁদের দেশে ভারতের খেলার ব্যাপারে আশাবাদী। তাঁর আশাবাদী হওয়ার পিছনে ভরসা সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৮:৩৩
Share:

ভারতীয় বোর্ডই ভরসা রামিজের। ফাইল চিত্র।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলে দিয়েছেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের খেলা অনিশ্চিত। কারণ প্রতিযোগিতা হবে পাকিস্তানে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা তাঁদের দেশে ভারতের খেলার ব্যাপারে আশাবাদী। তাঁর আশাবাদী হওয়ার পিছনে বড় ভরসা সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ, সৌরভ রামিজের মতোই একজন প্রাক্তন ক্রিকেটার। রামিজের মতে, ক্রিকেট প্রশাসনে প্রাক্তন ক্রিকেটাররা থাকলে প্রশাসনিক কাজ অনেক সহজ হয়ে যায়।

Advertisement

রামিজ বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে নাম তুলে নেওয়া সহজ ব্যাপার নয়। কোথায় খেলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের বোর্ডের মধ্যে সমস্যাগুলোও বিবেচনা করা হয়। আমার মনে হয় ভারত নাম তুলে নেবে না।’’

এর পরেই রামিজ বলেন, ‘‘সৌরভের সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক। আমাদের মধ্যে ভাল যোগাযোগ আছে। বিশ্বমঞ্চে আমাদের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা হয়। যখন দু’ জন প্রাক্তন ক্রিকেটার প্রশাসনে থাকে, তখন পুরোটাই ক্রিকেটের পরিপ্রেক্ষিতে দেখা হয়। গোটা ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়।’’

Advertisement

এখনই যেহেতু ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই, রামিজ চাইছেন ত্রিদেশীয় সিরিজ হোক। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের কোনও সম্ভাবনা নেই। কিন্তু তৃতীয় কোনও দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement