India vs Pakistan

অভিষেক ম্যাচেই সামনে কোহলি, ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন ছিল পাকিস্তানের পেসারের?

জীবনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচেই সামনে বিরাট কোহলির মতো ব্যাটার। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে কেমন অভিজ্ঞতা হয়েছিল পাক পেসারের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৩
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

জীবনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচেই সামনে বিরাট কোহলির মতো ব্যাটার। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে একটুও ঘাবড়ে যাননি পাকিস্তানের পেসার নাসিম শাহ। কোহলির বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করে এসেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন নাসিম।

Advertisement

২০২২-এর এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নাসিমের। তার আগে টেস্ট এবং ৫০ ওভারের ম্যাচ খেলে ফেলেছিলেন। ফলে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকের চাপ সামলাতে পেরেছিলেন বলে জানিয়েছেন নাসিম।

পাকিস্তানের পেসারের কথায়, “ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকের স্মৃতি এখনও টাটকা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। ম্যাচের গুরুত্ব এবং দর্শকদের চাপ সাংঘাতিক। আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম। কিন্তু তার আগে অনেক ক্রিকেট খেলে এসেছিলাম বলে মানিয়ে নিতে বেশি সময় লাগেনি। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা সাহায্য করেছে।”

Advertisement

এর পরেই কোহলিকে নিয়ে মুখ খুলেছেন নাসিম। সেই ম্যাচে ৩৫ বলে ৩৪ রান করেছিলেন কোহলি। তাঁর বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা প্রসঙ্গে নাসিম বলেছেন, “কোহলি ব্যাট করতে আসার সময় ভেবেছিলাম ও আক্রমণ করবে। প্রথমেই ইনসুইঙ্গার দিই। ভেবেছিলাম প্যাডে লাগবে। ও বলটা ছেড়ে দিল। পরের বল করলাম আউট সুইঙ্গার। সেই বলে ক্যাচ উঠলেও কেউ একজন ফেলে দিয়েছিল। তবে ভারতের মতো বড় ম্যাচে অভিষেকের অভিজ্ঞতা খুবই ভাল ছিল আমার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement