—ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ বাবর আজ়ম। মাত্র ৪ রান এসেছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে। তা-ও একটি মাইলফলক স্পর্শ করে ফেললেন বাবর। বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি।
তিন ধরনের ক্রিকেটেই চার হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন বাবর। এক দিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আগেই চার হাজার রান পূর্ণ করেছিলেন বাবর। এ বার টেস্ট ক্রিকেটেও চার হাজার রান হয়ে গেল তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে বাবরের টেস্ট রান ছিল ৩৯৯৭। প্রথম ইনিংসে ৪ রান করে আউট হয়ে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তবে এই ৪ রানই তাঁকে টেস্টে চার হাজার রান পূর্ণ করতে সাহায্য করেছে। ৫৬তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন বাবর।
তিন ধরনের ক্রিকেটে চার হাজার রান করার কৃতিত্ব এত দিন ছিল বিশ্বের মাত্র দু’জন ক্রিকেটারের। তাঁরা হলেন কোহলি এবং রোহিত। তাঁদের সেই কীর্তিতে এ বার ভাগ বসালেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসের পর বাবরের টেস্ট রান ৪০০১। এক দিনের আন্তর্জাতিকে ৫৯৫৭ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২২৩ রান রয়েছে বাবরের।
কোহলির টেস্ট রান ৯১৬৬। ৫০ ওভারের ক্রিকেটে ১৩৯০৬ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৪১৮৮ রান রয়েছে। অন্য দিকে, রোহিত টেস্টে এখনও পর্যন্ত করেছেন ৪২৮৯ রান। এক দিনের ক্রিকেটে রয়েছে ১০৮৬৬ রান এবং ২০ ওভারের ক্রিকেটে করেছেন ৪২৩১ রান।