ICC World Cup 2023

বাবরের পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক শাকিবদের সঙ্গে মাছ খেতে চাওয়া পাক অভিনেত্রীর

এশিয়া কাপের সময় বাবরের নামে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এ বার গোটা দলকেই তোপ দেগেছেন। পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৭:০৬
Share:

(বাঁ দিকে) বাবর আজ়ম এবং সেহর শিনওয়ারি। —ফাইল চিত্র।

ভারতকে হারাতে পারলে ঢাকায় গিয়ে শাকিব আল হাসানদের সঙ্গে মাছ খাওয়ার কথা বলেছিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি। বাংলাদেশ সেই ম্যাচ হেরে যাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি। তাঁর হতাশা আরও বাড়িয়েছে বাবর আজ়মদের পারফরম্যান্স।

Advertisement

পাকিস্তান দলকে নিয়ে এ বারের বিশ্বকাপে ভাল কিছু আশা করেছিলেন সেহর। কিন্তু বাবরেরা ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হারায় হতাশ অভিনেত্রী। সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি চাঁছাছোলা আক্রমণ করেছেন বাবরের দলকে। সেহর লিখেছেন, ‘‘পাকিস্তান ক্রিকেট দল শুধু রাজনৈতিক এবং ধর্মীয় বিবৃতি দিয়ে ভক্তদের বোকা বানাতে পারে। পারফরম্যান্স করাটা ওদের কাজের তালিকায় নেই। বাবর আজ়ম-সহ দলের সবাই সরে না দাঁড়ানো পর্যন্ত আমরা পাকিস্তানের সব রাস্তায় প্রতিবাদ করব।’’ গত মাসে এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তান হারার পর বাবরের নামে এফআইআর করার হুঁশিয়ারিও দিয়েছিলেন সেহর।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সেহর। সমাজমাধ্যমে তাঁর অনুসরণকারীর সংখ্যা প্রায় দেড় লাখ। বিশ্বকাপের সময় মাঝে মধ্যেই সমাজমাধ্যমে ভেসে উঠছে তাঁর নানা মন্তব্য। কখনও বাংলাদেশের দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। আবার কখনও নিজের দেশের দলকে। শাকিব বা বাবরদের ব্যর্থতায় হতাশাও গোপন করছেন না ক্রিকেটপ্রেমী অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement