বাবর আজ়ম। —ফাইল চিত্র
বিশ্বকাপের ইতিহাসে আট হারের সাক্ষাতে আট বারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। অথচ এ বারের বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারকে ‘অঘটন’ বলে উল্লেখ করেছে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড। বাবরদের আড়াল করতে গিয়ে হাসির পাত্র হয়েছে সে দেশের দল। সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।
ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই আফগানিস্তানের কাছে হেরেছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ বারের প্রতিযোগিতার প্রথম অঘটন বলা যেতে পারে আফগানিস্তানের জয়কে। এই ম্যাচের পরেই এক্স হ্যান্ডেলে ইসলামাবাদ ইউনাইটেড লেখে, ‘‘দু’দিনে দুটো অঘটন। ২০২৩ বিশ্বকাপ এখন থেকেই অবাক করছে।’’ এই কথার অর্থ, ভারতের কাছে পাকিস্তানের হারকেও অঘটন হিসাবে বোঝাতে চেয়েছে তারা।
এই মন্তব্যের পরে সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় সমর্থকেরা পাল্টা দিয়েছেন ইসলামাবাদের দলকে। এক জন লিখেছেন, হ্যাঁ, সত্যিই অঘটন। পাকিস্তানকে ১০ ওভারের মধ্যে হারাতে পারেনি ভারত। এটাকেই হয়তো অঘটন বলতে চেয়েছে ওরা। কেউ আবার লিখেছেন, আগের সাত বারের হারকে ভুলে গিয়েছে ওরা। সেই কারণেই এই হারকে অঘটন বলছে। ওদের অতীত থেকেও শিক্ষা হয় না।
পাকিস্তানেরও অনেক সমর্থক ইসলামাবাদের দলের এই মন্তব্যকে ভাল ভাবে নেননি। তাঁদের যুক্তি, দলের হারকে আড়াল করা উচিত নয়। হার হারই। কোনও অঘটন নয়। আর বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান কোনও দিন ভারতকে হারাতে পারেনি। তার পরেও এ ভাবে দলকে আড়াল করলে পরেও এই ঘটনা দেখা যাবে বলে মত তাঁদের।