শাহিন শাহ আফ্রিদি। ছবি: রয়টার্স।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ল পাকিস্তান। প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদি কোনও রান দেননি। নিজের দ্বিতীয় ওভারে তাঁকেই চারটি ছক্কা মারেন টিম সেইফার্ট। অভিজ্ঞ পেসার এখন দলের চিন্তার কারণ।
মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেরিতে। ২০ নয়, সময়ের অভাবে খেলা হয় ১৫ ওভারে। প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে পাকিস্তান। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানহীন পাকিস্তান দলের হয়ে রান করেন অধিনায়ক সলমন আঘা (৪৬) এবং শাদাব খান (২৬)। ব্যাট হাতে শাহিন আফ্রিদি করেন ২২ রান। তাঁর সেই ইনিংস দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে দলকে ডোবালেনও তিনিই।
নিউ জ়িল্যান্ডের ইনিংসে প্রথম ওভারে একটি রানও দেননি শাহিন। টি-টোয়েন্টি ক্রিকেটে যা খুবই চাপে ফেলে দেয় ব্যাটারদের। কিন্তু শাহিন দ্বিতীয় ওভারে ২৬ রান দেন। তাঁকে চারটি ছক্কা মারেন সেইফার্ট। ২২ বলে ৪৫ রান করে তিনি। মোট পাঁচটি ছক্কা মারেন সেইফার্ট। অন্য ওপেনার ফিন অ্যালেন করেন ৩৮ রান। প্রথম পাঁচ ওভারে একটি মাত্র উইকেট হারিয়ে ৬৬ রান তুলে নেয় নিউ জ়িল্যান্ড। তাতেই ম্যাচ হাতে চলে আসে কিউয়িদের। ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।
শুধু আফ্রিদি নন, পাকিস্তানের সব বোলারই ব্যর্থ হন মঙ্গলবার। নতুন বলে আফ্রিদির সঙ্গে শুরু করেন মহম্মদ আলি। ৩২ বছরের পেসার ২ ওভারে ৩৪ রান দেন। জাহানদাদ খান ১.১ ওভারে ২৩ রান দেন। এক ওভার বল করে ১০ রান দেন শাদাব। খুশদিল শাহ এবং হ্যারিস রউফকে কিছুটা দেখে খেলছিলেন কিউয়ি ব্যাটারেরা। খুশদিল ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন একটি উইকেট। রউফ তিন ওভারে দেন ২০ রান। তিনি দু’টি উইকেট নেন।
শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। অকল্যান্ডে হবে সেই ম্যাচ। ভারতীয় সময়ে দুপুর ১১.৪৫ মিনিটে ম্যাচ শুরু হবে।