Co-Operative Election

সমবায় নির্বাচনে ‘মতাদর্শ ভুলে জোট’ বাম-কংগ্রেস-তৃণমূলের, কটাক্ষ বিজেপির

মোক্তারপুর-বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। ৮টি আসনের নির্বাচনে ‘সমঝোতা’ করে তৃণমূল পাঁচটি, সিপিআইএম দু’টি ও কংগ্রেস একটি আসনে প্রার্থী দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ০২:২৪
Share:
বিজেপির কটাক্ষ, সুবিধাবাদী জোট।

বিজেপির কটাক্ষ, সুবিধাবাদী জোট। —প্রতীকী চিত্র।

সমবায় নির্বাচনে আবার ‘মতাদর্শ ভুলে জোট’ করার অভিযোগ। তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের আসন সমঝোতায় প্রত্যেক দলের প্রার্থীই জয়ী হন। মুর্শিদাবাদের ডোমকলে সমবায় সমিতির এই ‘সুবিধাবাদী জোট’কেই কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

মোক্তারপুর-বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। ৮টি আসনের নির্বাচনে ‘সমঝোতা’ করে তৃণমূল পাঁচটি, সিপিআইএম দু’টি ও কংগ্রেস একটি আসনে প্রার্থী দিয়েছিল। প্রতি আসনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হন প্রার্থীরা।

সমবায় বোর্ড গঠনের পরে স্বাভাবিক ভাবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল। সমবায়ের সম্পাদকের দায়িত্ব পান তৃণমূলের জয়ী প্রার্থী জিন্নাত আলি। সভাপতি নির্বাচিত হন আঞ্জুমানয়ারা বিবি । বোর্ড গঠনের সময় জেলা পরিষদ সদস্য ও ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম-সহ অনেকেই উপস্থিত থাকেন। তৃণমূল-কংগ্রেস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়াও হয়।

Advertisement

এর পরেই সমবায় নির্বাচনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র এই তিন শরিকের আসন সমঝোতা নিয়ে বিজেপি কটাক্ষ করেছে। বিজেপি নেতা লাল্টু দাস বলেন, “এই তিনটি দল আগামী বিধানসভা নির্বাচনে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। ” তৃণমূলের ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন, “একসময় এই এলাকায় খুনের রাজনীতি চলত, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর মানুষের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে আমরা সিদ্ধান্ত নিই।” সিপিআইএম সদস্য ফেরেসতুল্লা মণ্ডল বলেন, “তিন দলের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কংগ্রেসের পক্ষ থেকে সমঝোতার কথা মেনে নেওয়া হলেও কিছু অসন্তোষ ফুটে উঠেছে। ডোমকলে কংগ্রেসের ব্লক সভাপতি তহিদুল ইসলাম বলেন, “ডোমকলে কংগ্রেসকে দেখে তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূল নেতৃত্ব উদ্যোগী হয়ে কংগ্রেস ও সিপিআইএমের সঙ্গে জোট করেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement