Champions Trophy 2025

৩ শর্ত: আইসিসি মানলে তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের দাবি মানবে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারতের দাবি মেনে নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তার আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে তারা। সেই শর্ত মানলে তবেই রাজি হবে পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৫৫
Share:

বাবর আজ়ম (বাঁ দিকে) ও রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি মুখোমুখি দেখা যাবে তাঁদের? —ফাইল চিত্র।

আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হলে ‘হাইব্রিড মডেল’-এই তা করতে হবে। পাকিস্তান এই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা এখনও জানায়নি। জানা গিয়েছে, ভারতের দাবি মেনে নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তার আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে তারা। সেই শর্ত মানলে তবেই রাজি হবে পাকিস্তান।

Advertisement

পাকিস্তানের তিন শর্ত:

দুবাইয়ে পর্যাপ্ত নিরাপত্তা— ভারতের গ্রুপ পর্বের ম্যাচ দুবাইয়ে হতে পারে। তাদের নক আউট পর্বের খেলাও সেখানে হলে সমস্যা নেই। কিন্তু ভারতের বিরুদ্ধে যে সব দল খেলতে যাবে তাদের নিরাপত্তা পর্যাপ্ত থাকতে হবে।

Advertisement

ভারত বাদ পড়লে বাকি খেলা পাকিস্তানে— ভারত যদি গ্রুপ পর্বে বাদ পড়ে তা হলে আগের সূচি অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল লাহোরেই হবে। দুবাইয়ে আর কোনও ম্যাচ হবে না।

ভারতে আয়োজিত প্রতিযোগিতায় পাকিস্তান খেলবে নিরপেক্ষ মাঠে— পরবর্তী কালে ভারতকে যদি আইসিসি কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেয়, তা হলে পাকিস্তান খেলতে যাবে না। পাকিস্তানের সব প্রতিযোগিতা কোনও নিরপেক্ষ দেশে ফেলতে হবে।

এই তিনটি শর্ত আইসিসি মানলে তবেই ‘হাইব্রিড মডেল’-এ রাজি হবে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য শুক্রবার বৈঠক ডেকেছিল আইসিসি। সেই বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত করে দেওয়া হয়। শুক্রবারের বৈঠকে সব পক্ষই হাজির ছিল। তবে প্রতিটি দেশকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়ার জন্য বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার আবার বৈঠক হতে পারে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাজির থাকতে পারেন পাক বোর্ড প্রধান মহসিন নকভি। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যা সমাধানের জন্য সকল সদস্য দেশকে উপায় খোঁজার অনুরোধ করেছে আইসিসি।

এ দিনের বৈঠকে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাকি ১০টি পূর্ণ সদস্য দেশ ছিল। দু’দেশের কাছেই আইসিসি অনুরোধ করেছে এমন সমাধান খুঁজে বার করতে যা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে প্রতিযোগিতার ভবিষ্যৎ ঠিক হয়ে যাওয়ার কথা।

তবে আর একটি সূত্র মারফত জানা গিয়েছে, আইসিসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে পিসিবি-কে, যাতে তারা রাজি হয় ‘হাইব্রিড মডেল’-এ খেলতে। না হলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ভারত এ দিন ফের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অপারগতার কথা জানিয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement