Shoaib Malik

বিচ্ছেদ, তৃতীয় বিয়ের পর আবার বিতর্কে শোয়েব! ম্যাচ গড়াপেটার অভিযোগে ছাঁটাই বাংলাদেশ লিগে

আরও চাপ বাড়ল শোয়েব মালিকের। পাকিস্তানের ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগে পর পর তিনটি নো বল করেছিলেন। ম্যাচ গড়াপেটার অভিযোগে সরানো হল শোয়েবকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১২:৩৫
Share:

শোয়েব মালিক। —ফাইল চিত্র।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিষিদ্ধ শোয়েব মালিক। ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত পাকিস্তানের ক্রিকেটার। কিছু দিন আগেই তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। সানিয়া মির্জ়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে শোয়েবের।

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলেন শোয়েব। সেই দলের হয়ে এক ওভারে তিনটি নো বল করেছিলেন তিনি। সেই ঘটনায় ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে শোয়েবের বিরুদ্ধে। তাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে আপাতত সরিয়ে দেওয়া হল পাকিস্তানি অলরাউন্ডারকে। ব্যক্তিগত জীবনে বিতর্ক চলছিল শোয়েবের। ক্রিকেটে ফিরে গিয়েছিলেন তিনি। সেখানেও তৈরি হল নতুন বিতর্ক। ফলে আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না শোয়েবের।

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে একটি ওভারে তিনটি ‘নো’ বল করেছিলেন শোয়েব। স্পিনার হয়েও একই ওভারে শোয়েব কী করে তিন বার ‘লক্ষ্মণরেখা’র (ক্রিজ়) বাইরে পা ফেললেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেটপ্রেমীরা। ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যাচে শোয়েবকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওভার বল করতে এসেই তিনটি ‘নো’ বল-সহ ১৮ রান দিয়েছিলেন শোয়েব। তাঁর বোলিং দেখে মাঠেই বিরক্তি প্রকাশ করেছিলেন বরিশালের অধিনায়ক তামিম। দলের অন্য ক্রিকেটারেরাও খুশি হতে পারেননি পাক স্পিনারের ‘নো’ বল করার বহর দেখে।

Advertisement

গত শনিবার সানা জাভেদকে বিয়ে করার কথা জানিয়েছিলেন শোয়েব। । সে দিনই এশিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু তার পর থেকেই সময় খারাপ যাচ্ছে শোয়েবের। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবর পরে প্রকাশ্যে আসে। তখন থেকেই শোয়েবকে তাঁর পরিবার-সহ অনেকেই নিন্দা করছেন। এর মাঝে ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত হলে আরও লজ্জার মুখে পড়তে হবে শোয়েবকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement