Pakistan Cricket

মেসিও তো ইংরেজি বলতে পারে না, আমরা না পারলেই দোষ! মস্করার জবাব পাক ক্রিকেটারের

পাকিস্তানের ক্রিকেটার হাসান আলির ভাষা নিয়ে সমাজমাধ্যমে মস্করা হতেই তাঁর পাশে দাঁড়ালেন সতীর্থ শাদাব খান। জবাব দিতে গিয়ে লিয়োনেল মেসির নাম টেনে আনলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৫:৪৪
Share:

শাদাব খান। —ফাইল চিত্র

পাকিস্তানের ক্রিকেটার হাসান আলির পাশে দাঁড়ালেন দলের সাদা বলের ক্রিকেটের সহ-অধিনায়ক শাদাব খান। সমাজমাধ্যমে হাসানের ভাষা নিয়ে মস্করা হওয়ায় পাল্টা জবাব দিয়েছেন শাদাব। লিয়োনেল মেসির উদাহরণ টেনেছেন তিনি।

Advertisement

টুইটারে নিজের কয়েকটি ছবি দিয়েছিলেন শাদাব। ক্যাপশনে লেখা, ‘‘মডেল হিসাবে কি আরও উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’’

এই টুইটে মন্তব্য করেন হাসান। ইংরেজি হরফে কিন্তু হিন্দি উচ্চারণে তিনি লেখেন, ‘‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। ভগবান করুন কারও নজর যেন না লাগে।’’

Advertisement

হাসানের এই হিন্দিতে মন্তব্য নিয়ে শুরু হয় মস্করা। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের ক্রিকেটারদের শিক্ষিত করা। কারণ, তাঁরা আন্তর্জাতিক স্তরে খেলছেন। তাই তাঁদের অন্তত ইংরেজিতে কথা বলা উচিত।

এই মস্করার পরে হাসানের হয়ে মুখ খোলেন শাদাব। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘মেসি ইংরেজিতে কথা না বললে চলবে। বিদেশি ক্রিকেটারেরা অদ্ভুত ইংরেজিতে কথা বললে চলবে। কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না। আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement