হিনা মুনাওয়ার। ছবি: এক্স (টুইটার)।
দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। জড়িয়ে মান-সম্মানের প্রশ্ন। তাই নানা ব্যর্থতায় জর্জরিত ক্রিকেট দলকে কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ রিজ়ওয়ানের দলের সঙ্গে অপারেশন ম্যানেজার হিসাবে থাকবেন হিনা মুনাওয়ার। এই প্রথম পাকিস্তানের ছেলেদের দলের ম্যানেজার হিসাবে দেখা যাবে এক জন মহিলাকে।
পুলিশে চাকরি করেন হিনা। কড়া ধাঁচের আধিকারিক হিসাবে সুনাম রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত হিনা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁরই কড়া নজরদারিতে থাকতে হবে বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ়ের সময়ই রিজ়ওয়ানের দলের সঙ্গে যোগ দেবেন হিনা।
দক্ষ পুলিশ আধিকারিক হিসাবে পরিচিত হিনা, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। ঝুঁকিপূর্ণ সোয়াত এলাকায় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান দলের ম্যানেজার হিসাবে আগের মতোই থাকছেন অবসরপ্রাপ্ত আমলা নাভিদ আক্রম চিমা। তবু অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নিয়োগ ক্রিকেটপ্রেমী এবং পাকিস্তানের সংবাদমাধ্যমের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘ক্রিকেটার এবং বোর্ডের বোঝাপড়া মসৃণ করার জন্য হিনা মুনাওয়ারকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলাছেন।’’ হিনার নিয়োগকে পাকিস্তান ক্রিকেটে সাম্যের প্রতীক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন সে দেশের ক্রিকেট কর্তারা।
শনিবার আসন্ন ত্রিদেশীয় সিরিজ় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোচ এবং সাপোর্ট স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে পিসিবি। অন্তর্বর্তী কোচ আকিব জাভেদই দায়িত্বে থাকছেন। সহকারী কোচ আজহার মেহমুদ। ব্যাটিং কোচ শাহিক আসলাম। ফিল্ডিং কোচ মহম্মদ মসুর। স্পিন বোলিং কোচ আবদুল রহমান। এই তালিকাতেই ম্যানেজার হিসাবে চিমা এবং অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নাম রয়েছে।