Pakistan Cricket Board

পাক বোর্ডের ডিগবাজি, এশিয়া কাপ নিয়ে নতুন জট

এত দিন পাক বোর্ডের দায়িত্বে ছিলেন নাজম শেঠি। যিনি এই ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দেন। কিন্তু তিনি এখন সরে গিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ০৬:১২
Share:

এশিয়া কাপ নিয়ে জট তৈরি করেছে পাকিস্তানই। —ফাইল চিত্র।

এশিয়া কাপ নিয়ে জট যেন কেটেও কাটছে না। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল ‘হাইব্রিড মডেল’-এ নাকি হতে চলেছে এ বারের এশিয়া কাপ। অর্থাৎ, পাকিস্তান তাদের নিজেদের ম্যাচ খেলবে ঘরের মাঠে, ভারত খেলবে শ্রীলঙ্কায়। কিন্তু এ বার সেই প্রস্তাব নিয়েও জট তৈরি হয়েছে। সেটা তৈরি করেছে পাকিস্তানই। নিজেদের প্রস্তাব নিজেরাই খারিজ করে দিয়ে।

Advertisement

এত দিন পাক বোর্ডের দায়িত্বে ছিলেন নাজম শেঠি। যিনি এই ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দেন। কিন্তু তিনি এখন সরে গিয়েছেন। তাঁর জায়গায় সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে যাঁর নাম উঠে এসেছে, সেই জ়াকা আশরফ পরিষ্কার বলেছেন, ‘‘আমি অতীতেও এই হাইব্রিড মডেল খারিজ করে দিয়েছিলাম। এশীয় ক্রিকেট কাউন্সিল যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, পাকিস্তানে এশিয়া কাপ হবে, তা হলে সেটা পুরো পাকিস্তানেই হবে।’’

ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন আশরফ। এর ফলে মনে করা হচ্ছে, ভারতীয় বোর্ডের সঙ্গে আবার ঝামেলায় জড়াতে পারে পিসিবি। সে ক্ষেত্রে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে নতুন করে জটিলতা তৈরিহতে পারে।

Advertisement

এশীয় ক্রিকেট কাউন্সিলের এক কর্তা এর মধ্যে আবার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এই হাইব্রিড মডেলে এশিয়া কাপ করতে এসিসি রাজি হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তের আর কোনও বদল হবে না। আশরফ যা খুশি বলতে পারে।’’ দু’পক্ষই যদি অনড় থাকে, তা হলে এশিয়া কাপে পাকিস্তানের খেলা নিয়েও জটিলতা দেখা দিতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement