Jay Shah

শাহের সঙ্গে ছবিতে নেই পাক বোর্ড প্রধান! জল্পনা, আইসিসি-র বৈঠকে কি আদৌ ছিল পাকিস্তান

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহ আইসিসি-র দায়িত্ব নেওয়ার পর অন্য দেশের বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করেন, ছবিও তোলেন। কিন্তু তিনি সমাজমাধ্যমে যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৮
Share:

জয় শাহ। —ফাইল চিত্র।

আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব আইসিসি-র দায়িত্ব নেওয়ার পর অন্য দেশের বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করেন। ছবিও তোলেন। কিন্তু জয় শাহ সমাজমাধ্যমে যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। তাতেই উঠছে প্রশ্ন। নকভি কি বৈঠকে ছিলেন না?

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তানের বোর্ডের মধ্যে দড়ি টানাটানি চলছে। এ বারের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। কিন্তু সে দেশে গিয়ে খেলতে রাজি নয় ভারত। তারা চায় নিরপেক্ষ দেশে দেওয়া হোক ভারতের ম্যাচগুলি। তা নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সেই বৈঠক হতে পারে। কিন্তু তার আগে আইসিসি-র কর্তাদের সঙ্গে বিভিন্ন বোর্ডের সদস্যদের দেখা হয় দুবাইয়ে আইসিসি-র সদর দফতরে। নকভি দুবাই গেলেও জয় শাহদের সঙ্গে দেখা করেছেন কি না তা স্পষ্ট নয়।

সমাজমাধ্যমে যে ছবি এবং ভিডিয়ো দেখা যাচ্ছে তাতে আইসিসি-র সদর দফতরে নকভিকে দেখা যায়নি। আইসিসি-র চেয়ারম্যান পদে যোগ দেওয়ার পর জয় শাহ বিভিন্ন দেশের বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাঁরা ছবিও তোলেন। সেই ছবিতে দেখতে পাওয়া যায়নি নকভিকে। তিনি দেখাই করেননি না কি ছবি তোলার আগে বেরিয়ে গিয়েছেন, তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement