বাবর আজ়ম। —ফাইল চিত্র।
কিছু দিন আগেই জানা গিয়েছিল যে, পাকিস্তানের ক্রিকেট দল সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন করছে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু মাত্র ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধি করার জন্য নয়। এমনটাই জানিয়েছেন অধিনায়ক বাবর আজ়ম।
২৯ জন পাকিস্তানি ক্রিকেটার ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাকুলে সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন করেন। এ বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্যাম্পের পর বাবর বলেন, “তৃতীয় বার এমন ক্যাম্প করলা। প্রতি বার নতুন কিছু শিখেছি এই ক্যাম্পগুলো থেকে। এ বারে আমরা শুধু নিজেদের ফিটনেস বৃদ্ধি করার দিকে নজর দিইনি। আমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি করার দিকে নজর দিয়েছিলাম। নিজেদের পারফরম্যান্স আরও ভাল কী ভাবে করা যায় সেই দিকে নজর ছিল। দলগত ভাবে খেলার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূরণ।”
বাবর জানিয়েছেন অন্যান্য বার ক্যাম্পে শুধু শারীরিক ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়। এ বারে মানসিক জোর বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া হয়েছিল। সব ক্রিকেটারের উন্নতি হয়েছে বলে মনে করেন বাবর। তিনি বলেন, “আমরা ক্রিকেট মাঠে যখন ফিরব, তখন উন্নতিগুলো অনেক বেশি বুঝতে পারব। শারীরিক ভাবে আমরা অনেক ভাল জায়গায় থাকব। সেই সঙ্গে মানসিক ভাবেও অনেক শক্তিশালী হব। ফলে আমাদের খেলায় সেটার প্রভাব পড়বে।”
এক দিএন্র বিশ্বকাপে পাকিস্তান দলকে দেখে ফিট মনে হয়নি। বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটারেরা। সেই কারণেই সেনাবাহিনীর সঙ্গে ক্যাম্প করানো হয় ক্রিকেটারদের।