Pakistan Tour of Zimbabwe T20I 2024

৩১ রানে ৮ উইকেট হারাল জ়িম্বাবোয়ে, জয় পেল বাবর-রিজ়ওয়ানহীন পাকিস্তান

বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটারেরা খেলছেন না। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হ্যারিস রউফ। তাতে জ়িম্বাবোয়েকে প্রথম ম্যাচে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি পাকিস্তানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২১:৪১
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ এগিয়ে গেল পাকিস্তান। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটারেরা খেলছেন না। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হ্যারিস রউফ। তাতে জ়িম্বাবোয়েকে প্রথম ম্যাচে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি পাকিস্তানকে।

Advertisement

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৬৫ রান। দুই ওপেনার ওমাইর ইউসুফ এবং সৈয়ম আয়ুবের জুটি ১৮ রানেই ভেঙে যায়। যার মধ্যে ১৬ রান একাই করেন ইউসুফ। তিনি আউট হওয়ার পর আয়ুবের (২৪) সঙ্গে জুটি গড়েন উসমান খান (৩৯)। রান পেয়েছেন তৈয়াব তাহিরও। তিনি ২৫ বলে ৩৯ রান করে দলকে ১৫০ রানের গণ্ডি পার করে দেন। ১৫ বলে ২৭ রান করেন ইরফান খান। তবে অধিনায়ক সলমন আঘা ১৯ বলে ১৩ রানের বেশি করতে পারেননি।

পাকিস্তানের রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে জ়িম্বাবোয়ে। কিন্তু ২ উইকেটে ৭৭ রান তোলা দল থেমে গেল ১০৮ রানে। শেষ ৮ উইকেট পড়ল মাত্র ৩১ রানে। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম। দু’টি উইকেট নেন হ্যারিস রউফ। একটি উইকেট নেন জাহানদাদ খান। জ়িম্বাবোয়ের হয়ে দু’অঙ্কের রানে পৌঁছতে পারেন শুধু ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৩৩) এবং অধিনায়ক সিকান্দর রাজা (৩৯)। বাকি সকলেই এক অঙ্কের রান করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement