Bangladesh Premier League

বাংলাদেশে পা দিতেই বেঁকে বসল বোর্ড, প্রতিযোগিতার মাঝেই দেশে ফিরলেন ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে সে দেশে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার মহম্মদ হ্যারিস। আচমকাই বেঁকে বসল বোর্ড। তাঁকে ‘নো-অবজেকশন’ শংসাপত্র দিতে রাজি হল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ২২:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে সে দেশে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার মহম্মদ হ্যারিস। আচমকাই বেঁকে বসল বোর্ড। তাঁকে ‘নো-অবজেকশন’ শংসাপত্র দিতে রাজি হল না। ফলে প্রতিযোগিতার মাঝপথেই দেশে ফিরতে হল হ্যারিসকে।

Advertisement

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল কিনেছে হ্যারিসকে। কিছু দিন আগেই বাংলাদেশে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু দলের প্রথম দু’টি ম্যাচে খেলার সুযোগ পাননি। সূত্রের খবর, হঠাৎই পাকিস্তান বোর্ড বুঝতে পারে যে ২০২৩ থেকে ২০২৪-এর জুলাইয়ের মধ্যে তিনি বিদেশের দু’টি টি-টোয়েন্টি লিগে খেলে ফেলেছেন। নতুন নিয়ম অনুযায়ী এর থেকে বেশি বিদেশি লিগে খেলতে পারেন না পাকিস্তানের ক্রিকেটারেরা। ফলে হ্যারিসকে ছাড়পত্র দেওয়া হয়নি। গত বছরের জুলাই-অগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগ এবং গ্লোবাল টি২০ কানাডাতে খেলেছিলেন হ্যারিস।

হ্যারিস বলেছেন, “চট্টগ্রাম দল এবং বাংলাদেশ বোর্ডকে ধন্যবাদ আমাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য এবং যত্নে রাখার জন্য। প্রস্তুতি নিতে সময়ের আগেই চলে এসেছিলাম। বাংলাদেশের সমর্থকদের ভাল খেলা উপহার দিতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমাকে এখানে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে আমি কোনও ম্যাচে খেলতে পারব না। জানি যে দলের আমাকে দরকার ছিল। আশা করি পরের বছর খেলতে পারব।”

Advertisement

প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে চট্টগ্রাম। পরের ম্যাচে হেরেছে খুলনা টাইগার্সের কাছে। হ্যারিসের বদলি ক্রিকেটারের নাম এখনও ঘোষিত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement