বাবর আজ়ম। —ফাইল চিত্র।
আহত শাহিন আফ্রিদির দিকে ছুটে গেলেন বাবর আজ়ম। অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় এক দিনের ম্যাচের মাঝে বাবর নিজেই সতীর্থের শুশ্রূষা করলেন। পরে পাকিস্তান দলের ফিজ়িয়ো এসে বাকি কাজ সারলেন। এই ঘটনার পর পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে মজা করে চিকিৎসক বলছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।
ঘটনাটি অস্ট্রেলিয়ার ইনিংসের ২৬তম ওভারের। তখন ব্যাট করছিলেন অ্যাডাম জ়াম্পা এবং সিন অ্যাবট। বোলার ছিলেন শাহিন। ফিল্ডারের ছোড়া বল শাহিনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে লেগে চলে যায়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরে ওঠেন পাকিস্তানের জোরে বোলার। কাছেই ফিল্ডিং করা বাবর সঙ্গে সঙ্গে ছুটে যান সতীর্থের কাছে। শাহিনের বলের আঘাত লাগা আঙুলে মাসাজ শুরু করে দেন। বাবরের মাসাজে কিছুটা স্বস্তি পান শাহিন। তত ক্ষণে অবশ্য অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান-সহ পাকিস্তানের আরও কয়েক জন ক্রিকেটার ছুটে আসেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তার পরই ক্রিকেটপ্রেমীদের একাংশ মজা করে ‘ডাক্তার বাবর’ বলছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে।
বাবরের ম্যাসাজের পর মাঠে আসেন পাক দলের ফিজ়িয়ো। তিনি বাকিটা সামলান। শাহিনের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। পরে তাঁর বল করতে সমস্যা হয়নি। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন।