Sunil Gavaskar

Abdullah Shafique: ৪০৮ বল! গাওস্কর-বাবরদের সঙ্গে জায়গা করে নিলেন পাক ব্যাটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৪০৮ বল খেললেন পাকিস্তানের আব্দুল্লা শফিক। ঢুকে পড়লেন সুনীল গাওস্করদের ক্লাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৭:৪৭
Share:

সুনীল গাওস্কর। ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে প্রথম টেস্টে শুধু জেতাননি, সুনীল গাভসকারদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছেন আব্দুল্লা শফিক। পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার ৪০৮ বল উইকেটে থেকে ১৬০ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি বল খেলেছেন শফিক। টেস্টে চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি বল খেলার নজির এর আগে মাত্র চার জনের রয়েছে। সবার প্রথম এই নজির গড়েছিলেন ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে তিনি ৪৬২ বল খেলে ১৩৫ রান করেন। এর ৫১ বছর পরে সুনীল গাওস্কর এই কৃতিত্ব অর্জন করেন। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৪৩ বলে ২২১ রান করেন। ১৯৯৫ সালে মাইক আথারটন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ৪৯২ বল খেলে ১৮৫ রান করেন। এই বছর পাকিস্তান অধিনায়ক বাবর আজম করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২৫ বলে ১৯৬ রান করেন। এই তালিকায় সব শেষে যোগ হল শফিকের নাম। শফিকের এই ইনিংসই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।

Advertisement

চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন শফিক এবং বাবর। ২২ বছরের শফিক সম্পর্কে বাবর বলেন, ‘‘এই বয়সেও নিজের জাত এবং মানসিকতার ছাপ রাখল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement